সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নতুন ক’রে হো’ক বিশ্বকাপ ফাইনাল! লক্ষ লক্ষ সমর্থকদের সই নিয়ে ফ্রান্সে উ’ত্তে’জ’না তু’ঙ্গে

১ সপ্তাহ হয়ে গেল বিশ্বকাপ ফুটবলের ফাইনালের। আর্জেন্তিনা দলের সেলিব্রেশন শেষ। হুডখোলা গাড়িতে সেলিব্রেশনের সময় একাধিক বিতর্ক হয়েছে। আর্জেন্তিনার ইতিহাস তৈরির এই মুহূর্ত ফের চর্চায়।

ফ্রান্স শিবিরের পক্ষ থেকে বিশ্বকাপ ফাইনাল ফের খেলার দাবি জানানো হল। বিতর্কিত পেনাল্টির জন্য ফের ফাইনালের দাবি জানানো হয়েছে। ফরাসি সমর্থকদের। ফাইনাল ম্যাচের রেফারিং নিয়ে একদমই অসন্তুষ্ট ফ্রান্স।

পোল্যান্ডের রেফারি মার্সিনিয়াক আপাতত ফ্রান্সে জাতীয় ভিলেন। অনেকের মতে, রেফারি আর্জেন্টিনার হয়ে একাধিক সিদ্ধান্ত নিয়েছেন, যা ম্যাচের ফলাফলে প্রভাব ফেলে দিয়েছে। ভার ঠিকঠাক ব্যবহার না করারও অভিযোগ উঠেছে।

আরো খবর: ২০২৩ সাল কেমন কা’ট’বে সকলের? বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী জেনে নিন

প্ৰথমত, আর্জেন্টিনার প্ৰথম পেনাল্টির সময়ে ডি মারিয়া ইচ্ছাকৃতভাবে পড়ে গিয়েছেন বক্সের মধ্যে। দেম্বেলের সঙ্গে কোনওরকম সংযোগ হওয়া সত্ত্বেও। এমনটাই দাবি ফরাসিদের। রেফারি ভার চেক না করেই পেনাল্টির সিদ্ধান্ত দেন।

একের পর এই রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে ফ্রান্সে জনরোষ তীব্র হয়েছে। এতটাই যে ইতিমধ্যেই দুই লাখের বেশি সমর্থক ফাইনালের রি-ম্যাচ চেয়ে সই সংগ্রহ করে পিটিশন দাখিল করেছেন।