সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মহাজাগতিক মু’হূ’র্ত, সূর্য উঠলেও রোদের ছা’য়া বু’ঝ’তে পারবেন না, আজই ঘ’ট’বে এমন ঘটনা

আজ এক বিরল মহাজাগতিক ঘটনার সম্মুখীন হতে চলেছি আমরা। আপনি রোদে দাড়িয়ে থাকলেও দেখতে পারবেন না আপনার ছায়া! ঘটনাটি দেখা যাবে বেঙ্গালুরুতে। আজ মঙ্গলবার দুপুর ১২টা ১৭ মিনিটে ঘটতে চলেছে এই ঘটনা।

প্রায় দেড় মিনিট ধরে এমন মহাজাগতিক কাণ্ড প্রত্যক্ষ করা যাবে। ‘জিরো শ্যাডো ডে’ হিসেবে পালিত হয় দিনটি। গত বছর জুন মাসে কলকাতায় কিছু সময়ের জন্য হওয়া হয়ে গিয়েছিল ছায়া। ২০২১ সালে ওড়িশার ভুবনেশ্বরও একই ঘটনার সম্মুখীন হয়েছিল।

অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার (এএসআই) বিজ্ঞানীরা জানিয়েছেন ,ভারতে বছরে দু’বার কোন একটি স্থান থেকে এই ঘটনা প্রত্যক্ষ করা যায়।

আরো খবর: আজ মঙ্গলবার, কেমন কা’ট’বে দিনটি জেনে নিন, রইলো রাশিফল (25.04.2023)

সূর্য যখন পৃথিবীর অবস্থানগত পরিবর্তনের কারনে কর্কটক্রান্তি বা মকরক্রান্তি রেখার একেবারে ওপরে চলে আসে,অর্থাৎ ওই অঞ্চলে লম্ব ভাবে আলো দেয়।

তখন দিনের নির্দিষ্ট একটি সময়ে এই ঘটনা পরিলক্ষিত হয়। তবে আদতেই আপনার ছায়া হওয়া হয়ে যাবে না। খুবই ন্যুনতম ছায়ার সৃষ্টি হবে। সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়ণ এই ঘটনার প্রধান কারণ।