সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পাখির বি’ষ্ঠা দিয়ে ফেসিয়াল করলে না’কি ত্বক অনেকটা উ’জ্জ্ব’ল হবে! খরচ জানলে আ’তঁ’কে উঠবেন!

গোটা পৃথিবীর মানুষ উঠে পড়ে লেগেছে নিজেকে আরও বেশি সুন্দর আরো বেশি পরিপাটি করে তোলার জন্যে। এই কারণে কত শত টাকা ঢেলে চলেছে সুন্দরীরা, বিদেশি সেলিব্রিটিরা। খাদ্যের উপকরণ গুলো দিয়েও নানা ধরনের ফেসপ্যাক বানিয়ে লাগাচ্ছে সকলে মুখে।

শসা ডি -টানিং, ডার্ক স্পট তুলতে কাজ দেয় তাই শসা থেকে শুরু করে পেঁপে, দই এমনকি মধুকেও মুখে লাগাতে শুরু করেছে মানুষ। কিন্তু আপনি যদি শোনেন কেউ পাখির বিষ্ঠাকেও ফেসপ্যাক বানিয়ে মুখে লাগাচ্ছে নিশ্চই ছি ছি করবেন। কিন্তু এই ফেসপ্যাকের দাম শুনলে অবাক হবেন।

এই ফেসপ্যাক হলো জাপানিজ নাইটিঙ্গেল পাখির বিষ্ঠা দিয়ে বানানো এটি একটি জাপানিজ ফেসপ্যাক। এই ফেসপ্যাক একবার ব্যাবহার করলে তার জন্য খসাতে হয় প্রায় ১৪০০০ টাকা। তাই সাধারণের সাধ্যের মধ্যে না থাকলেও ধনকুবের মানুষরা এই ফেসপ্যাক ব্যাবহার করে থাকেন।

আরো খবর: বন্দে ভারতকে প্রতিযোগিতায় ফে’ল’তে আসছে RAPIDX! এটি কি ধরণের পরিষেবা?

এই ফেসপ্যাক নাকি মুখ কে অনেক বেশি সফট রাখে। জানা যাচ্ছে এই নিয়ে গবেষণা করে গবেষকরা জানিয়েছেন, নাইটিঙ্গেল পাখির বিষ্ঠায় গুয়ানিন নামের একপ্রকার উৎসেচক থাকে। গুয়ানিন চামড়াকে নরম রাখে।

এই কারণেই এই প্যাক ইতিমধ্যে ব্যবহার করেছেন টম ক্রুজ, ভিক্টোরিয়া বেকহ্যাম-সহ একাধিক সেলিব্রেটি। জাপানে বেড়াতে গেলে, সাধ্য থাকলে আপনিও ব্যবহার করতে পারেন নাইটিঙ্গেল পাখির বিষ্ঠায় তৈরি ফেসপ্যাক।নিজেকে সুন্দর ও সতেজ রাখার অধিকার সকলেই রয়েছে তাই ত্বকের যত্ন অবশ্যই নেওয়া উচিত সকলের তবে অবশ্যই সাধ্যের মধ্যে।