সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ক’ন্যা স’ন্তা’ন হ’ও’য়া’য় প্র’সূ’তি’কে একা বে’স’র’কা’রি হাস’পা’তা’লে রে’খে পা’লা’লো স্বা’মী

কন্যা সন্তান হওয়ায় প্রসূতিকে একা বেসরকারি হাসপাতালে রেখে পালালো স্বামী

মালদা,৩ ডিসেম্বর: কন্যা সন্তান হওয়ায় প্রসূতিকে এক বেসরকারি হাসপাতালে রেখে পালালো স্বামী বলে অভিযোগ।
ঘটনাটি ঘটেছে, ইংরেজবাজার থানার যদুপুর গাবগাছি এলাকায় এক বেসরকারি নার্সিং হোমে।

অবশেষে ২২ দিন পর মালদা জেলা পুলিশের তৎপরতায় বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে নিয়ে যাওয়া হলো হোমে।
জানা গিয়েছে ওই গৃহবধূর নাম পূজা মার্ডি (২১)। স্বামীর নাম সুরাজ বেসরা। তিনি পেশায় শ্রমিক। বাড়ি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের মঙ্গলপুর গ্রামে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, এক বছর আগে প্রেম করে বিয়ে হয় তাদের। ১২ ই নভেম্বর প্রসব যন্ত্রণা নিয়ে মালদার এক নার্সিং হোমে ভর্তি হয়। এক কন্যা সন্তানের জন্ম দেন ওই প্রসূতি। এরপরই গত ২২ দিন ধরে পরিবারের কোনো সদস্য তার সাথে দেখা করতে আসেননি।

এই পরিস্থিতিতে তিনি নার্সিং হোম কর্তৃপক্ষকে জানান, তারা পুত্র সন্তান চেয়েছিল কিন্তু কন্যা সন্তান হওয়ার কারণেই তাকে এই বেসরকারি হাসপাতালে ফেলে রেখে চলে গিয়েছে। ঘটনা শুনে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ ২২ দিন ধরে তার চিকিৎসা চালিয়ে যান। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ মালদা জেলা পুলিশ সুপারের সঙ্গে কথা বলে তাকে মালদার হোমে রাখার ব্যবস্থা করে।