সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিমান যাত্রীদের জন্য ক’রো’না টেস্ট বা’ধ্য’তা’মূলক, উপসর্গ পেলেই কোয়ারাইন্টাইন

আর কোনো ধরনের ছাড় নেই, এবার চিন, সাউথ কোরিয়া, জাপান থেকে আসলেই করোনা টেস্ট বাধ্যতামূলক করল ভারত সরকার। টেস্ট করার পর যদি কোনো ধরনের উপসর্গ দেখা যায় তাহলে আবার সেই কোয়ারেনটিন। চিনে ইতিমধ্যেই করোনা ২.০ দারুণ দানবীয় আকার ধারণ করেছে।

দৈনিক সংক্রমণের হার নতুন নতুন রেকর্ড গড়ছে। এই সব পরিস্থিতি দেখে সারা বিশ্ব আবার সেই আগের দিন গুলোর কথা মনে করছে। সেই কারণেই ভারত আগের থেকেই ব্যবস্থা গ্রহণ করছে, কোনো ধরনের ত্রুটি রাখতে চাইছে না ভারত। তাই এবার করোনা মোকাবেলায় ভারত একেবারে শক্ত হাতেই মাঠে নামতে চায়।

সমস্ত ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত এবার ভারত। তাই বিদেশ থেকে বিশেষ করে চিন, জাপান, সাউথ কোরিয়া, হং কং, থাইল্যান্ড থেকে যারা আসবেন তাদের আরটি পিসি আর পরীক্ষা বাধ্যতামূলক। এই ৫ টি দেশের থেকে আসা যাত্রীদের মধ্যে কোনো উপসর্গ দেখা যায় তাহলে তাদের কোয়েরেন্টিন থাকতে হবে।

আরো খবর: এবার দমকলে নিয়োগেও ব্যা’প’ক দু’র্নী’তি! প্যানেল বা’তি’লে’র নি’র্দে’শ কলকাতা হাইকোর্টের

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী মনসুখ মান্ডাবিয়া জানিয়েছেন এমনটাই। এদিকে স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে গত ২৪ ঘন্টার মধ্যে ভারতে ২০১ জন করোনায় আক্রান্ত হয়েছে, দেশে এখন সক্রিয় করোনায় আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৩৯৭ জন। তবে টিকাদান চলছে, গত ২৪ ঘন্টায় টিকা দেওয়া হয়েছে মোট ১ লক্ষ ৫ হাজার ৪৪ জনকে।