সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার দমকলে নিয়োগেও ব্যা’প’ক দু’র্নী’তি! প্যানেল বা’তি’লে’র নি’র্দে’শ কলকাতা হাইকোর্টের

নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। শিক্ষা ক্ষেত্রে শিক্ষক নিয়োগ দুর্নিতি নিয়ে ইতিমধ্যেই রাজ্য সরকারকে কাঠগোড়ায় তোলা হয়েছে। কিন্তু তারপরে আবার এক খবর প্রকাশ্যে এসেছে যেটা শুনে আপনিও অবাক হবেন। আর এই কারণেই এবার রাজ্য সরকারও আরও অনেকটাই চাপের মুখে।

শিক্ষা ক্ষেত্রের পর এবার দমকল বিভাগে নিয়োগ দুর্নীতি। ২০১৮ সালে দমকলের নিয়োগ করা হয়েছিল তার পুরো প্যানেল বাতিল করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। উপযুক্ত সার্টিফিকেট না থাকা সত্ত্বেও জেনারেল হয়েও সংরক্ষিত কোঠায় চাকরি পেয়েছে অনেকে।

বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি প্রসেনজিত বিশ্বাস এই নির্দেশ দিয়েছে। তাদের নির্দেশ অনুযায়ী আগের প্যানেল থেকে কোনো রকম নিয়োগ করা যাবে না। আগের প্যানেল অনুযায়ী কোনো ফায়ার অপারেটর নিয়োগ করা যাবে না।

আরো খবর: স্টুডেন্ট ক্রেডিট কা’র্ডে ঋণ নিলে ৪ শতাংশ হা’রে সু’দ দি’তে হবে, জানুন বি’শ’দে

হাইকোর্টের গাইডলাইন মেনে পি এস সি কে নিয়োগ করার নির্দেশ দিয়েছে আদালত। আর সেটা নাকি করতে হবে আগামী ২ মাসের মধ্যে। আর আগের নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি জাড়ি করা হয়েছিল তার পুরো প্যানেল্টাই বাতিল করে দেওয়া হয়েছে।

২০৩ চাকরিপ্রার্থী দমকলের এই নিয়োগ নিয়ে হাইকোর্টে মামলা করেছিল; কারণ অনেক জেনারেল পরীক্ষার্থী সংরক্ষিত তালিকায় চাকরি পেয়েছে কোনো সার্টিফিকেট না থাকা সত্ত্বেও।

এখানেই শেষ নয় লেখা পরীক্ষায় একই নম্বর পেয়েছে কিন্তু মৌখিক পরীক্ষায় ইচ্ছাকৃত বেশী নম্বর দিয়ে তাদের চাকরি পাইয়ে দেওয়া হয়েছে এক প্রকার।