সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

স্টুডেন্ট ক্রেডিট কা’র্ডে ঋণ নিলে ৪ শতাংশ হা’রে সু’দ দি’তে হবে, জানুন বি’শ’দে

রাজ্য সরকারের তরফ থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড এর মাধ্যমে ছাত্র দের ঋণ দেওয়া হচ্ছে। সেই ঋণ দিচ্ছে ব্যাঙ্ক, কিন্তু ব্যাঙ্কের সুদের হার যাই থাকুক না কেন, ছাত্রদের সুদ দিতে হবে সেই ৪ % । বাকি সুদ দেবে রাজ্য সরকার। এমনটা রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য এমনটাই জানিয়েছে।

সুদের হার নিয়ে বিভ্রাট তৈরী করা হচ্ছে অনেক জায়গায়। ঋণ নেওয়ার সময় দেখা যাচ্ছিল কাগজে সুদের হার রয়েছে ৮-৯ %। এই বিষয় নিয়েই মুখ্যমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা স্পষ্ট করে দেন যে, ব্যাঙ্কের সাথে রাজ্যের যে চুক্তি হয়েছে সেখানে বলা হয়েছে পড়ুয়াদের কাছ থেকে ব্যাঙ্ক ৪% হারেই সুদ নেবে।

বাকিটা মেটাবে রাজ্য সরকার। এই ধরনের ঋণদান প্রকল্পের লো রিস্ক হওয়ায় সুদের হার কম। এর জামিনদার হল রাজ্য সরকার। তাই এই প্রকল্পের সুদের হার যাই হোক না কেন, পড়ুয়াদের দিতে হবে ৪%। ইতিমধ্যে ৩৭ হাজার ৭৮২ জন পড়ুয়া ঋণ পেয়েছে, যার ঋণের অর্থ ১ হাজার ১০৫ কোটি টাকা।

আরো খবর: আমি নায়িকা হ’তে চাই, আমাকে টাইপকাস্ট ক’রা হ’চ্ছে: মিশমি দাস

এখনো ২১ হাজার অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অমিত মিত্র আরও জানায় , যে অনুমোদন গুলো আটকে রয়েছে সেগুলো ৩১ ডিসেম্বরের মধ্যেই অনুমোদন দিতে হবে।

২১ হাজার পড়ুয়াদের নথি পত্র আটকে রয়েছে। রাজ্য সরকারের আধিকারিকরা এই আবেদন গুলো ত্রুটিমুক্ত করেছেন ইতিমধ্যেই। তাদের দাবি আগামী ১৫ জানুয়ারির মধ্যে অনুমোদন দিতে হবে।