সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

টরেন্টো এয়ারপোর্ট থেকে কন্টেনার ভ’র্তি সোনা চু’রি, ব্যা’প’ক চা’ঞ্চ’ল্য

মাঝেমধ্যেই সোনা চুরির মতন ঘটনা ঘটে যাচ্ছে কানাডায়। নিশ্চিদ্র নিরাপত্তা থাকা সত্ত্বেও এবার টরেন্ট বিমানবন্দরে দুঃসাহসিক চুরি। বিমানবন্দরে ছিল কঠোর নিরাপত্তা কিন্তু তার মধ্যেও চোরেরা তাদের কাজ হাসিল করে নেয়।

দেড় লাখ ডলারের বেশি মূল্যের সোনা এবং আরো নানান মূল্যবান জিনিসপত্র চুরি গিয়েছে বলে জানা যায়। সেই সঙ্গে চুরি হয়ে গিয়েছে একটি কন্টেইনার। গত ১৭ই এপ্রিল সন্ধ্যেবেলা এই ঘটনাটি ঘটে। বিমানবন্দরের সূত্রে জানা গিয়েছে ১৭ই এপ্রিল সন্ধ্যাবেলায় কন্টেইনারটি বিমানবন্দরে আসে।

এরপর সেটি পরীক্ষা-নিরীক্ষা করবার জন্য সন্ধ্যা বেলায় কার্গো হল্ডে নিয়ে যাওয়া হয়। কন্টেইনারের সোনা এবং আরো নানান মূল্যবান ধাতব ও জিনিসপত্র ছিল বলে জানা যায়। আর ওই কারগো হোল্ড থেকেই সোনার ভর্তি ওই কন্টেইনার চুরি হয়েছে বলে মনে করা হচ্ছে।

আরো খবর: গাড়ি চালানোর সময় ঘু’মি’য়ে পড়লে আর চা’কা ঘুরবে না! দু’র্দা’ন্ত য’ন্ত্র তৈরি করলো ছাত্ররা

এই চুরির ঘটনা বিমানবন্দরের কর্মীরাই জড়িত রয়েছেন বলে প্রাথমিকভাবে অনুমান। যদিও ঘটনার তদন্ত শুরু করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ এবং পুলিশ। চলছে চুরি যাওয়া কন্টেইনার খোঁজার কাজ।

এদিকে এত নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে বিপুল অংকের সোনা গয়না এবং মূল্যবান জিনিসপত্র চুরি গেল তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন ওই কন্টেইনারের মালিক।। গোটা ঘটনায় তারা বিমানবন্দর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন।