সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গাড়ি চালানোর সময় ঘু’মি’য়ে পড়লে আর চা’কা ঘুরবে না! দু’র্দা’ন্ত য’ন্ত্র তৈরি করলো ছাত্ররা

এবার পথ দুর্ঘটনার সংখ্যা শুন্যে চলে আসবে। এই পথ দুর্ঘটনার হাত থেকে বাঁচাবে এলার্ম। গাড়ি চালকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এক অভিনব আবিষ্কার করেছেন বেশ কয়েকজন ছাত্র। মধ্যপ্রদেশের ৫ জন ছাত্র এই অসাধ্য সাধন করেছেন।

কোন কারনে যদি গাড়ি চালানোর সময় চালক ঘুমিয়ে পড়েন তবে এই সিস্টেমে উপস্থিত সেন্সর তার সঙ্গে সঙ্গে বুঝতে পারবে এবং সেখান থেকে তারস্বরে আওয়াজ শুরু হবে। এমন আওয়াজ শুরু হবে যাতে শব্দ শুনে চালকের ঘুম ভেঙে যায়।

যদি চালক কোনো কারণে চোখ না খোলেন তবে গাড়ির চাকা আটকে দেবে এই সেন্সার। তাই ঘুমিয়ে পড়ার পর কোন দুর্ঘটনার হাত থেকে রেহাই পাবে ওই গাড়ি।

এই সিস্টেম তৈরি করতে প্রায় তিন সপ্তাহ সময় লেগেছে পাঁচজন মিলে তৈরি করা হয়েছে এটি এই প্রসঙ্গে এক ছাত্র বলেন তিনি চোখের সামনে দেখেছেন কেবলমাত্র চালকের ঘুমিয়ে পড়ার ফলে কতগুলি বাস অ্যাক্সিডেন্ট হয়েছে।

আরো খবর: স্ট্রেচ মা’র্ক কেন দেখা দে’য়? এই দাগ দূর করবেন কি ক’রে?

এনআই তাদের টুইটারে একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে ওই ছাত্রটা দেখিয়ে দিচ্ছেন কিভাবে কাজ করবে এই অ্যালার্ম। এটি দেখে রীতিমত নজর কেড়েছে ব্যবহারকারীদের।

তবে কেউ কেউ বলছেন এটি প্রোডাকশনে যাওয়ার আগে বেশি করে পরীক্ষা-নিরীক্ষা করা উচিত যাতে এই প্রযুক্তি আরও উন্নত হয়।

প্রসঙ্গত চালকরা ঘুমিয়ে পড়ার ফলে অনেক বড়সড় দুর্ঘটনার সম্মুখীন হতে হয়।। তবে এই সিস্টেম কাজ করলে দুর্ঘটনার সংখ্যা অনেকটাই কমানো যাবে বলে মনে করা হচ্ছে।