Home লাইফস্টাইল স্ট্রেচ মা’র্ক কেন দেখা দে’য়? এই দাগ দূর করবেন কি ক’রে?

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

স্ট্রেচ মা’র্ক কেন দেখা দে’য়? এই দাগ দূর করবেন কি ক’রে?

মানুষের শরীরের স্ট্রেচ মার্ক খুব সাধারন ব্যাপার। বিশেষ করে মানুষের ওজনের পার্থক্যের ফলে বিভিন্ন সময় স্ট্রেচ মার্ক হতে পারে। এছাড়া অপারেশনের ফলেও এমন হতে পারে। অনেকের আবার শরীর থেকে ধীরে ধীরে সময়ের সঙ্গে সঙ্গে এই মার্ক মিলিয়ে যায়।

তবে ঘরোয়া কিছু টোটকা ব্যবহার করলে খুব সহজেই আপনি রেহাই পেতে পারেন এই মার্ক থেকে। ত্বকের পরিচর্যায় অলিভ অয়েলের গুরুত্ব অপরিসীম। শীত এবং গ্রীষ্মের অনেকেই বডি মেসেজের জন্য এই অলিভ অয়েলের উপর ভরসা করেন কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণেই ভিটামিন ই।

ত্বকে পুষ্টি যোগায় অলিভ অয়েল। স্ট্রেচমার্ক হালকা করতে সাহায্য করে অলিভ অয়েল। শুধু তাই নয় ট্রি অয়েল ত্বকের আদ্রতা বজায় রাখতে দারুন উপযোগী। এছাড়া স্কিনের উপর নানান রকম দাগ ছোপ ইনফেকশন জ্বালা ভাব নিরাময় করতে সাহায্য করে।

আরো খবর: ডাক্তার “মৃ’ত” ঘোষণা করার পরেও জী’বি’ত অবস্থায় ফি’রে এলো কিশোর

এদের রয়েছে আন্টি ইনফ্লামেটরি ক্ষত দাগ ছোপ দূর করার ক্ষেত্রে অব্যর্থ ভূমিকা পালন করে। ব্যবহার করতে পারেন অ্যালোভেরা জেল। অ্যালোভেরার মধ্যে থাকা নানান রকম জৈবিক উপকরণ স্ট্রেচ মার্ক দূর করতে বিশেষ সাহায্য করে।

ভিটামিন সি টকের যে কোন দাগ দূর করতে বিশেষ ভূমিকা নেয় লেবু জাতীয় সমস্ত ফলে থাকে ভিটামিন সি। ভিটামিন সি ত্বকে কোলাজেন বুস্ট করে।

স্ট্রেচ মার্ক এমন এক দাগ যা মুহূর্তের মধ্যে মিলিয়ে দেয় এই কয়েকটি উপাদান। লেবু জাতীয় কোন ফল যদি ওই স্ট্রেচ মার্কের উপর ঘোষণা দেন। তবে এক সপ্তাহের মধ্যেই হাতেনাতে ফল মিলবে।