সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

২২০ টা’কা কেজি চাল, ২ হাজার টা’কা দুধের দা’ম! প্রবল খাদ্য স’ঙ্ক’ট প্রতিবেশী দেশে

নিত্য পণ্যের দাম শ্রীলঙ্কায় আকাশ ছুঁয়েছে। তার জেরে থাকা-খাওয়ার জোগান দিতেই এখন হিমশিম খাচ্ছেন সেখানকার মানুষ। কয়েক দিন আগে পর্যন্ত দোকানের বাইরে লম্বা লাইন চোখে পড়ছিল। কিন্তু এখন চারিদিক ধূ ধূ করছে।

হয় দোকানেই পণ্য নেই, নয়ত বা তা কেনার মতো পয়সা পকেটে নেই সাধারণ মানুষের। ফলে, কার্যত দেশের একটি বড় অংশর মানুষের অনাহারেই দিন কাটছে। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় চালের ন্যূনতম দাম ২০০ ছাড়িয়ে গিয়েছে।

১ কেজি চাল কিনতে সেখানে ২২০ টাকা খরচ করতে হচ্ছে সাধারণ মানুষকে। গম বিক্রি হচ্ছে কেজিতে ১৯০ টাকা কেজি দরে। কেজিতে ২৪০ টাকা দাম রাখা হয়েছে চিনির।

আরো পড়ুন: মাধ্যমিক পরীক্ষায় রাজ ক’র’ছে পুষ্পা, উত্তরপত্রে লেখা “আপুন লিখেগা নেহি”, কতো নম্বর দে’বে’ন শিক্ষক?

নারকেল তেলের দাম পৌঁছেছে প্রতি লিটারে ৮৫০ টাকায়। একটি ডিম কিনতে সেখানে ৩০ টাকা দিতে হচ্ছে গ্রাহককে। শুধু তাই নয়, প্রাপ্তবয়স্করা অল্প খেয়ে শিশুদের মুখে খাবারের জোগান দেবেন যে, সেই অবস্থাও নেই। কারণ সেখানে প্রতি কেজি গুঁড়ো দুধের দাম পৌঁছেছে ১৯০০ টাকায়।