সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আ’রো শ’ক্তি’শা’লী ধ্রুব হেলিকপ্টার, সফলভাবে ল’ক্ষ্য’ভে’দ ক’র’লো “হেলিনা” মিসাইল

ক্রমাগত শক্তি বাড়িয়ে চলছে ভারতীয় সেনাবাহিনী। এবার ধ্রুব হেলিকপ্টার থেকে সফলভাবে লক্ষ্যভেদ করলো হেলিনা মিসাইল। আকাশ থেকে শত্রু ট্যাংক ভেঙে গুঁড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত ডিআরডিও।

ভারতের এই সফল পদক্ষেপ শত্রুদের বুকে কম্পন ধরানোর জন্য যথেষ্ট। সোমবার রাজস্থানের পোখরান পরীক্ষাকেন্দ্র থেকে ভারতীয় বায়ুসেনার লাইটওয়েট হেলিকপ্টার ধ্রুব থেকে এই ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করা হয়।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে এই সুসংবাদ দেওয়া হয়েছে। হালকা এবং সহজে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত ইনফ্রারেড রশ্মি দ্রুত শত্রুর ট্যাংক চিহ্নিত করে ফেলতে পারবে।

আরো পড়ুন: অন্ধ্রপ্রদেশে ভ’য়া’ব’হ ট্রেন দু’র্ঘ’ট’না, ট্রেনের ধা’ক্কা’য় ৬ জনের মৃ’ত্যু, তদন্ত শু’রু রেলের

রাজস্থানের পোখরানের ইনফ্রারেড ইমাজিনিং রশ্মির মাধ্যমে টার্গেটকে লক করে লক্ষ্যভেদ করেছে হেলিনা। হেলিনার এই হেলিকপ্টার লঞ্চ নাগ মিসাইল ডিআরডিওর তৈরি অন্যতম বিধ্বংসী তৃতীয় প্রজন্মের মিসাইল।

এই মিসাইল দিনরাত নির্বিশেষে সঠিক নিশানায় আঘাত করতে সক্ষম। এতে বিশেষ ধরনের বৈদ্যুতিন সেন্সর রয়েছে যা চট করে শত্রুপক্ষের রাডারে ধরা পড়ে না। এটি ছোঁড়ার পর নিজে থেকেই লক্ষ্যবস্তু খুঁজে নিয়ে আঘাত করতে পারে।

এর রেঞ্জ 7 কিলোমিটার থেকে কুড়ি কিলোমিটারের মধ্যে হয়ে থাকে। সীমান্তে শত্রুদেশের মোকাবেলা করতে এটি ভারতীয় সেনার অন্যতম শক্তিশালী হাতিয়ার হতে চলেছে।

এই মিসাইল ভারতীয় সেনার শক্তি অনেকখানি বাড়িয়ে দিল। ভারতীয় স্থল সেনা এবং বায়ু সেনা 2 বাহিনীতেই যুক্ত হবে এই মিসাইলটি। শত্রুদের ট্যাংক খুব সহজেই হেলিনার রাডারে চলে আসবে।