সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

৩৫ হাজার ব’ছ’র পর দেখা যা’বে লিওনার্ড ধূমকেতু! কবে ও কখন ও কিভাবে দেখতে পারবেন জেনে নিন

এবার এক দুর্লভ মহাজাগতিক বস্তুকে দেখবার সাক্ষী হতে চলেছি আমরা সবাই। আসুন জেনে নেয়া যাক কি সেই বস্তু যাকে দেখা যাবে এক-দু’দিন নয় প্রায় ৩৫ হাজার বছর বাদে। তা হল লিওনার্ড নামের ধুমকেতু টিকে। এই বিরল মহাজাগতিক বস্তুটিকে দেখার সাক্ষী হয়ে থাকার আরেকবার সুযোগ পেতে চলেছি আমরা। এমনকি বিজ্ঞানীরা লিওনার্ড কে ওয়ান্স ইন অ্যা লাইফ টাইম বলে আখ্যা দিয়েছেন। তাঁর বর্ণনা যা পেয়েছি তাতে তাঁকে দেখার আগ্রহ বেড়ে চলেছে মানুষের মধ্যে। আগুনের গোলার মতো জ্বলজ্বলে ধুমকেতুর চারপাশে থাকবে সবুজদীপ্তি। এমনকি এতটাই উজ্জ্বল থাকবে যে তা খালি চোখেই স্পষ্ট দেখা যাবে। তার জন্য বাইনোকুলার টেলিস্কোপের কোন প্রয়োজনই পড়বে না।

তবে কেউ যদি বাইনোকুলার টেলিস্কোপ দিয়ে দেখেন তবে আরো ভালো করে দেখতে পারবেন। গত রবিবার ১২ ই ডিসেম্বর পৃথিবীর একবারে কাছে এসেছিল এটি, তবে আমরা এই কমেট টিকে দেখতে পেতে চলেছি ১৪ ই ডিসেম্বর সূর্যাস্তের পর সন্ধ্যাকাশে। তবে সব থেকে ভালো দেখা যাবে ১৭ই ডিসেম্বর সূর্যাস্তের পর সন্ধ্যাকাশে।

কিন্তু সব থেকে স্পষ্ট দেখতে গেলে চোখ রাখতে হবে সূর্যোদয়ের আগে পূর্ব আকাশে, যখন সেটি তার সবথেকে উচ্চতম পয়েন্টে থাকবে। এই ধূমকেতুর বাসস্থান হচ্ছে তিমি ছায়াপথ কেন্দ্র স্থলে। এই ধূমকেতুকে আবিষ্কার করেন গ্রেগরি লিওলার্ড। তবে মহাকাশচারীরা মনে করছেন সূর্যকে অতিক্রম করার পরেই ধূমকেতুটি সৌরজগৎ থেকে চিরতরে নিক্ষিপ্ত হয়ে যাবে। যার ফলে এই সৌরমন্ডলে আর তাঁকে দেখার আশা নেই। তাই এই ধূমকেতুটিকে দর্শন করবার জন্য ইতিমধ্যেই মানুষের মধ্যে প্রবল উচ্ছাসে চোখে পড়ছে।