সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দেরাদুনে মেঘ ভা’ঙা বৃষ্টি, ডুবে গেল সে’তু, ভে’ঙে গেল রা’স্তা

ভোর ২:৪৫ নাগাদ উত্তরাখণ্ডের দেরাদুন জেলার রায়পুর ব্লকে মেঘ ফেটে ব্যাপক বৃষ্টি হয়। সরখেত গ্রামে মেঘ ভাঙার খবর মিলেছে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এসডিআরএফ।

দুর্যোগ মোকাবিলা দলটি জানিয়েছে, গ্রামে আটকে থাকা সমস্ত মানুষকে উদ্ধার করা হয়েছে এবং কেউ কেউ কাছাকাছি একটি রিসর্টে আশ্রয় নিয়েছে।

মন্দিরের প্রতিষ্ঠাতা আচার্য বিপিন জোশী জানান, গতকাল থেকে মুষলধারে অবিরাম বৃষ্টির কারণে, দেরাদুনের বিখ্যাত তপকেশ্বর মহাদেব মন্দিরের কাছে প্রবাহিত তমসা নদী ভয়াবহ রূপ নিয়েছে।

আরো পড়ুন: আসানসোল আদালতে পৌঁছাতেই গরুচো’র স্লোগানের মুখোমুখি অনুব্রত

যার কারণে মাতা বৈষ্ণো দেবী গুহা যোগ মন্দির এবং তপকেশ্বর মহাদেবের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, সেতুটিও জলে ডুবে গেছে। এছাড়াও অনেক ক্ষতি হয়েছে৷ তবে, ঈশ্বরের কৃপায়, কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষতি হয়নি।

অন্যদিকে, শনিবার সকালে জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার কাটরা শহরের মাতা বৈষ্ণো দেবী মন্দিরের কাছেও ভারী বৃষ্টিপাতের ফলে হড়পা বান দেখা দিয়েছে। অতিবৃষ্টি ও হড়পা বানের কারণে বৈষ্ণোদেবী মন্দিরে ভক্তদের যাত্রা কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়।