সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

“মেড ইন চাইনা” গাড়ি নিয়ে টেসলাকে হুঁশিয়ারি কেন্দ্রের, চা’পে এলন মাস্ক

চিনা অ্যাপ্লিকেশন এবং একের পর এক চীনা সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করার পর এবার চীনা গাড়ি প্রস্তুতকারী সংস্থা টেসলার উপর বড়োসড়ো নিষেধাজ্ঞা জারি করলো কেন্দ্রীয় সরকার। টেসলা কোম্পানির যে সকল গাড়ি চীনে তৈরি করা হয়, সেই সকল গাড়ি এবার থেকে ভারত কিনবে না।

কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি জানিয়ে দিয়েছেন এই সিদ্ধান্তের কথা। টেসলাকে বলা হয়েছে যে তাদের যেসকল গাড়ি চীনে তৈরি করা হয় তা এবার থেকে ভারত আর নেবে না। ভারতে বৈদ্যুতিক গাড়ি তৈরি করবে টেসলা। প্রয়োজনে তাই নেবে ভারত সরকার। এই কাজের জন্য টেসলার যা কিছু সাহায্যের প্রয়োজন তা করতেও রাজি ভারত সরকার।

একই সঙ্গে ভারতের সংস্থা টাটা মোটরসের বৈদ্যুতিক গাড়িগুলিরও প্রশংসা করেছেন তিনি। তিনি বলেন, টাটা মোটরস দ্বারা নির্মিত বৈদ্যুতিক গাড়িগুলিও টেসলার মতই ভালো। উল্লেখ্য, ভারতের অটোমোবাইল শিল্পের প্রবেশের প্রস্তুতি নিচ্ছে চীনা কোম্পানি টেসলা।

বৈদ্যুতিক গাড়ির মাধ্যমে ভারতের অটোমোবাইল শিল্পে প্রবেশর প্রস্তুতি নিচ্ছেন চীনের এই কোম্পানি। ভারতে আমদানি শুল্ক বেশি থাকার কারণে এর আগে টেসলার কর্ণধার এলন মাস্ক ভারত সরকারের কাছে আমদানি শুল্ক কমানোর আর্জি জানিয়েছিলেন। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি টেসলার কর্মকর্তাদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছেন।