সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার ঘরে ঘরে পৌঁ’ছে যা’বে JioPhone Next, ৫০০ টা’কা’য় করুন বু’কিং, জানুন সব ত’থ্য

মোবাইল প্রেমীদের অপেক্ষার অবসান এবার হতে চলেছে। খুব শীঘ্রই বাজারে লঞ্চ হতে চলেছে JioPhone Next। Realiance AGM এই ফোনটির লঞ্চ ডেট সম্পর্কে ঘোষণা করা হয়েছিল চলতি বছরেই। মাত্র 500 টাকা দিয়েই বুক করে নিতে পারবেন এই মোবাইল। Reliance Jio-র কর্ণধার মুকেশ আম্বানি জানিয়েছিলেন বিশ্বের সব থেকে সস্তা 4G ফোন হতে চলেছে এই জিওফোন নেক্সট। 2G বা ফিচার ফোন ইউজারদের 4G এবং সর্বোপরি স্মার্টফোন কনভার্ট করার উদ্দেশ্যে ভারতের বাজারে আসছে কমদামের এই স্মার্ট ফোন।

এই ফোনের দাম হতে চলেছে মাত্র 3,499 টাকা। যার মধ্যে মাত্র 10% পেমেন্ট করলেই আপনি আপনার ফোন বুক করতে পারবেন। বাকি টাকা বিভিন্ন কিস্তিতে দিতে পারবেন। Reliance AGM ইভেন্টে এই নতুন ফোনের লুক প্রকাশ করা হয়েছিল। ফোনের উপর থেকে নীচ পর্যন্ত পাতলা বেজেলস থাকছে। Qualcomm Snapdragon 215 প্রসেসরের সাহায্যে চলবে এই মোবাইল। একাধিক স্টোরেজ কম্বিনেশনে ফোনটি লঞ্চ হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

2GB ও 3GB RAM থেকে শুরু করে 16GB ও 32GB স্টোরেজ অপশনে পেয়ে যাবেন এই নতুন স্মার্টফোন। Android 11 আউট অফ দ্য বক্সের সাহায্যে চলে এই ফোনের সফটওয়্যার। 5.5 ইঞ্চির ডিসপ্লে HD রেজোলিউশন সাপোর্ট করবে। GPS, eMMC 4.5 স্টোরেজ এবং Bluetooth 4.2 এই মোবাইলের অন্যতম ফিচারস।

কম দামের স্মার্টফোন লন্চ করে জিও এভাবেই কার্যত বাজারের অন্যান্য কোম্পানিগুলিকে টেক্কা দিতে চলেছে। এই ফোন যদি বাজারে লঞ্চ করা হয় তাহলে Reliance Jio-র সাবস্ক্রাইবার বেস এক ধাক্কায় 500 মিলিয়ন ছুঁয়ে ফেলবে বলেই আশা রাখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।