সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অন্য দেশের স’র্ব’না’শ করতে করতে নিজেকেই বি’প’দে ফেললো চীন, দেউলিয়া একাধিক ব্যাংক ও নামি সংস্থা

আমরা সকলেই জানি শ্রীলঙ্কার অর্থনৈতিক অবনতির কথা। এরমধ্যেই নতুন আশঙ্কা চিন নিয়ে। চীন দেশে সম্পত্তির মূল্য কমেছে গত ১০ মাসে। এর পাশাপাশি চীনে দেখা দিয়েছে তীব্র কয়লা সংকট।

এমনকি বেশ কিছু ছোট ব্যাংক দেউলিয়া হওয়ার পথে চিনে। বিশেষজ্ঞরা অনেকেই মনে করছেন এবার হয়তো চীন “দ্বিতীয় শ্রীলঙ্কা” হওয়ার পথে এগোচ্ছে।

রিয়েল এস্টেট সংস্থাগুলির ঋণ নির্ভরতা কমাতে চীন সরকার থ্রি রেড লাইন নামে তিনটি নীতি প্রবর্তন করেন। রিয়েল এস্টেট কোম্পানি এভরগ্রান্ড এই নীতি উত্তীর্ণ হতে পারেনি।

আরো পড়ুন: ২১ শে জুলাইয়ের সভা নিয়ে চি’ন্তা বা’ড়’ছে মমতার, শহরে হ’তে পা’রে তুমুল বৃষ্টি!

সংস্থাটি এর ফলে ঋণ পেতে সমস্যার মুখে পড়ে । চীনের রিয়েল এস্টেট সেক্টরে এই কোম্পানির অবদান ১২ %। সেক্ষেত্রে যদি এই কোম্পানি দেউলিয়া হয়ে যায় তাহলে তার বড় প্রভাব পড়বে চীনা অর্থনীতিতে।

সিমেন্ট, ইস্পাত সহ বিভিন্ন সেক্টরে এর প্রভাব পড়বে। চীনে কয়লার ঘাটতির জেরে বিস্তীর্ণ এলাকা ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎহীন করে রাখতে হচ্ছে। এর প্রভাব পড়ছে শিল্পক্ষেত্রেও।

এছাড়াও চীন বেশ কিছু আফ্রিকা ও এশিয়ার দেশকে বিলিয়ন বিলিয়ন ডলার ঋণ দিয়েছে। সেই সমস্ত দেশগুলি আর্থিকভাবে দুর্বল হওয়া ঠিক কতটা পরিমাণ ঋণ শোধ করতে পারবে তাও প্রশ্ন চিহ্নের মধ্যে।

চীন এই সকল পরিস্থিতি মিশিয়ে এক অর্থনৈতিক সংকটের মুখে পড়তে চলেছে । চীনের উৎপাদন শিল্প ধাক্কা খেলে তার প্রভাব পড়বে বিশ্বজুড়ে।