সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দূরপাল্লার সরকারি বা’সে আধুনিকতার ছোঁ’য়া, যাত্রীদের জন্য থা’ক’ছে এ’লা’হী আয়োজন

করোনার কারণে দূরপাল্লার বাসে যাতায়াত এর উপর নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। তবে যাত্রীদের সুবিধার্থে এবার দূরপাল্লার বাসের যাতায়াতের ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এবার থেকে ধর্মতলা থেকে বোলপুর হয়ে সিউড়ি যাওয়ার সরকারি বাসের যাত্রীরা বাড়তি সুযোগ পাবেন। ওয়েস্টবেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন এর ম্যানেজিং ডিরেক্টর(এমডি) রাজনবীর সিংহ কাপুর জানালেন, যাত্রীদের সুবিধার জন্য সিউড়ি হয়ে বোলপুর যাওয়ার এসি ভলভো বাসে বাড়তি কিছু সুযোগ সুবিধার সংযোজন করা হয়েছে।

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এই বিশেষ সুযোগ। যাত্রীদেরকে বাসে ওঠার সঙ্গে সঙ্গে নিখরচায় একটি ৫০০ মিলিলিটারের জলের বোতল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে প্রয়োজন হলে তারা জলের বোতল কিনে নিতে পারবেন। এছাড়াও এবার থেকে এই বাসের মধ্যে থাকবে খবরের কাগজ পড়ার জন্য একটি ছোট্ট ঘর। বাংলা, হিন্দি, ইংরেজি খবরের কাগজ রাখা থাকবে সেই বিশেষ ঘরে।

এছাড়াও খাওয়া দাওয়ার জন্য রয়েছে বিশেষ বন্দোবস্ত। ছোট্ট একটি ফুড কর্ণার থাকবে সেখানে। সেখানে স্ন্যাকস ও প্যাকেটজাত বিস্কুট যাত্রীরা তাদের পছন্দ মতো কিনে নিতে পারবেন। ধর্মতলা থেকে সিউড়ি হয়ে বোলপুর রুটের এসি ভলভো বাসে এবার থেকে পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা রাখা হবে। যদি দেখা যায় যাত্রীরা এই ব্যবস্থায় উপকৃত হচ্ছেন তাহলে ভলভোর অন্যান্য বাসেও এই ব্যবস্থা চালু করা হবে।

ওয়েস্টবেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন জানিয়েছে আগামী দিনে দিঘা, মায়াপুর, বকখালি রুটেও ভলভো বাসে এই ব্যবস্থা চালু করা হতে পারে আগামী দিনে। প্রতিদিন ধর্মতলা থেকে প্রচুর শিলিগুড়ি, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, বীরভূম -রাজ্যের বিভিন্ন প্রান্তে বাস চালানো হয়। তাই আগামী দিনে এই রুটের প্রতিটি বাসে যাত্রীদের সুবিধার্থে এই বিশেষ ব্যবস্থা চালু হতে চলেছে।