সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

উচ্চ প্রাথমিকে নি’য়ো’গ নিয়ে হলফনামা আগামী সপ্তাহেই পেশ করতে পা’রে SSC!

উচচপ্রাথমিকের মেধাতালিকা চলতি সপ্তাহেই আদালতে পেশ করা হবে। আর এ বিষয় নিয়ে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে জানা গেছে ,মঙ্গলবারই হলফনামা আকারে হাইকোর্টে বিস্তারিত তথ্য জানাতে চলেছে তারা। এর সাথে দুটি কাছ হবে, একটি হল মেধা তালিকায় কী পরিবর্তন হতে চলেছে?

সাথে উচ্চ প্রাথমিকে টেটের ওই মাসিক যাচাই পর্বে কী কী অসংগতি ধরা পড়েছে? মনে করা হচ্ছে কমিশনের তরফ থেকে যে আরো কিছু প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হতে পারে। যদিও এসএসসি তরফ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এসএসসির কাছে ইতিমধ্যে রিপোর্টও এসে গেছে। আগামী সপ্তাহে হলফনামা জমা দেওয়ার পর হাইকোর্টের তরফ থেকে কি নির্দেশ দেওয়া হয়? তার অপেক্ষায় এসএসসি।

আরো খবর: জীবনের অ’জা’না কথা ফাঁ’স করলেন ক্যাটরিনা, আজ পর্যন্ত যা কেউ জা’ন’তো না সেটিই জানালেন নায়িকা

এদিকে আবার জানা যাচ্ছে যে সমস্ত চাকরিপ্রার্থীদের ও এম আর শিটে অসংগতি লক্ষ্য করা যাচ্ছে, সেই সমস্ত তথ্যও হলফনামা আকারে হাইকোর্টে জমা দিতে চলেছে কমিশন।এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার অবশ্য ওএমআর শিটে অসংগতি নিয়ে মুখ খোলেননি।