সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

৮ টি ক্রিপ্টোকারেন্সি অ্যা’প ব্যা’ন করলো Google, অবশ্যই জেনে রাখুন

আটটি Crypto অ্যাপ নিষিদ্ধ করল গুগল। বিশ্বজুড়ে সময়ের সঙ্গে ক্রিপ্টোকারেন্সির জনপ্রিয়তা বাড়ছে। আর সেই সঙ্গে বাড়ছে ডিজিটাল মুদ্রা সংক্রান্ত জালিয়াতি। এবার গুগল সেই প্রতারণার অভিযোগেই গুগল তাদের প্লে স্টোর থেকে ৮টি অ্যাপ ব্যান করল। এই আটটি অ্যাপই ক্রিপ্টোকারেন্সির ক্লাউড মাইনিং অ্যাপ ছিল। এর মাধ্যমে টাকা বিনিয়োগ করে ক্রিপ্টোকারেন্সে আয় করা যেত। কিন্তু আদতে বেশিরভাগ বিনিয়োগকারীই কোনও ক্রিপ্টোকারেন্সি আয় করতেন না।

সাইবার নিরাপত্তা সংস্থা ট্রেন্ড মাইক্রোর রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, এই অ্যাপগুলির মাধ্যমে ব্যবহারকারীদের ১৫ মার্কিন ডলারের সার্ভিস চার্জ নেওয়া হত। মাইনিংয়ের সুবিধার জন্যও অতিরিক্ত চার্জ কাটা হত। কিন্তু ব্যবহারকারীরা আদতে কোনও টাকা বা ক্রিপ্টোকারেন্সিই ফেরত পেতেন না।

গুগল প্লে স্টোর থেকে BitFunds – Crypto Cloud Mining; Bitcoin Miner – Cloud Mining, Bitcoin (BTC) – Pool Mining Cloud Wallet, Crypto Holic – Bitcoin Cloud Mining, Daily Bitcoin Rewards – Cloud Based Mining System, Bitcoin 2021, MineBit Pro – Crypto Cloud Mining & btc miner, Ethereum (ETH) – Pool Mining Cloud এই অ্যাপকে গুলিকে সরিয়েছে।

তবে, এখনও গুগল-এ বিটকয়েন মাইনিং সংক্রান্ত সার্চ করলে এর মধ্যে কোনও কোনএ অ্যাপ এসে যাচ্ছে। কিন্তু এই ধরনের অ্যাপ থেকে দূরে থাকাই শ্রেয়।