সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মাধ্যমিক পরীক্ষার ফলাফল ক’বে ঘো’ষ’না হ’বে? জানালেন মুখ্যমন্ত্রী

অবশেষে চূড়ান্ত বর্ষের পরীক্ষার্থীদের পরীক্ষার ফলাফল সম্পর্কিত বিশেষ ঘোষণা করে দিল রাজ্য সরকার। নবান্নের তরফ থেকে জানানো হলো এবার আর দেরি নয়, আগামী জুলাই মাসের মধ্যেই মাধ্যমিক পরীক্ষার্থীদের ফলাফল ঘোষণা হয়ে যাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে আজ এই ঘোষণা করেছেন। তিনি এও জানিয়েছেন যে ছাত্র-ছাত্রীদের মূল্যায়ন সম্পর্কিত যাবতীয় সিদ্ধান্ত আগামীকালের মধ্যে গ্রহণ করা হবে।

আজ মুখ্যমন্ত্রীর নবান্নে বসে মাধ্যমিক পরীক্ষার্থীদের ফলাফল ঘোষণা প্রসঙ্গে জানাতে গিয়ে বললেন চলতি শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষার্থীদের মূল্যায়ন কিভাবে হবে, তা আগামীকালের মধ্যে জানিয়ে দেবে মধ্যশিক্ষা পর্ষদ। শিক্ষা দপ্তর এবং মধ্যশিক্ষা পর্ষদ নিজেদের মধ্যে আলোচনা করেই মূল্যায়ন পদ্ধতি সম্পর্কিত চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে তা ছাত্র-ছাত্রী এবং স্কুল কর্তৃপক্ষকে জানিয়ে দেবে।

প্রসঙ্গত করোনার জন্য বারংবার পিছিয়েছে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা। কেন্দ্রীয় বোর্ডের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল হয়েছে অনেক আগেই। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যেও মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেন। করোনার দ্বিতীয় ঢেউয়ের দাপটে এখন নাজেহাল সম্পূর্ণ ভারতবর্ষ। এমতাবস্থায় পরীক্ষা গ্রহণের ব্যবস্থা ছাত্র-ছাত্রীদের পক্ষে ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে বলে আশঙ্কা অভিভাবক এবং ছাত্রছাত্রীদের।

সে কথা মাথায় রেখে কার্যত প্রথমটা মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন বেশ কয়েক মাস পিছিয়ে দেওয়ার পর শেষমেষ পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় রাজ্য। অভিভাবক, স্কুল কর্তৃপক্ষ, ছাত্র-ছাত্রী এবং সাধারণ মানুষের পরামর্শ নিয়ে এবং বিশেষজ্ঞ কমিটির সঙ্গে আলোচনা করে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত অনুমোদন দেয় রাজ্য। এবার ছাত্র-ছাত্রীদের মূল্যায়ন কিভাবে হবে তা নিয়ে যে প্রশ্ন উঠছে সম্ভবত আগামীকাল তার জবাব মিলবে।