সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রাজ্যে অ’ব’শে’ষে স্কুল খু’ল’ছে, নবান্ন থে’কে ব’ড়ো ঘো’ষ’ণা মুখ্যমন্ত্রীর

দীর্ঘদিন ধরে ছাত্র-ছাত্রীদের পড়াশুনার সঙ্গে কোন যোগাযোগ নেই। প্রায় দুই বছর হতে চলল স্কুল-কলেজ বন্ধ হয়েছে। অনলাইনে পড়াশোনা চলছে ছোট ছোট ছেলেমেয়েদের। কিন্তু আর যে ধৈর্য রাখা যাচ্ছে না। কবে স্কুল খুলবে তা নিয়ে সকলেই এবার উদ্বিগ্ন? ছোট ছোট শিশুদের জীবন এবং পড়াশোনা সবকিছুই নষ্ট হয়ে যাচ্ছে।

এবার এই বিষয়ে মুখ খুলতে শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পুজোর পর থেকেই স্কুল কলেজ খোলার চিন্তা-ভাবনা করা হচ্ছে, যদিও পরিস্থিতি যদি স্বাভাবিক থাকে তার ওপরে বিচার করে সিদ্ধান্ত নেওয়া হবে।এ দিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিনায়ক বন্দ্যোপাধ্যায় বলেন, তৃতীয় ঢেউ মোকাবিলা করার জন্য আমরা যথেষ্ট প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছি। ভয় না পেয়ে আমাদের এগিয়ে যেতে হবে সামনের দিকে। সকলকে সঠিক তথ্য পৌঁছে দিতে হবে সরকারের তরফ থেকে।

একইসঙ্গে স্কুল খোলার প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বহুদিন শিশুরা বাড়িতে গৃহবন্দি অবস্থায় রয়েছে। আমাদের দেশের ভবিষ্যৎকে গড়ে তোলার জন্য এবার স্কুল কলেজ খোলার সিদ্ধান্ত নিতে হবে আমাদের। তাই পূজার পর থেকে এক দিন অন্তর অন্তর স্কুল খোলার সিদ্ধান্ত গ্রহণ করব আমরা। যদিও করোনা আক্রান্তের সংখ্যার ওপর ভিত্তি করে এই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আমাদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথা শোনার পর থেকে এটুকু আশ্বস্থ হওয়া যাচ্ছে, আগামী দিনে খুব শীঘ্রই স্কুল কলেজ খোলার সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার।