সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্রসেনজিৎ কি অভিনয় করতে পারে? বি’স্ফো’র’ক ম’ন্ত’ব্য করে বসলেন বিপ্লব চ্যাটার্জি

আশি থেকে নব্বই এর দশকে বহু বাংলা সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন অভিনেতা বিপ্লব চ্যাটার্জী। তাঁর অভিনয় জগতে আত্মপ্রকাশ সত্যজিৎ রায় পরিচালিত ‘প্রতিদ্বন্দী’ চলচ্চিত্রের মধ্য দিয়ে। শুধু অভিনেতাই নন, ২০০৬ সালে বিধানসভা নির্বাচনের প্রার্থীও হয়েছিলেন আলিপুর আসন থেকে। বরাবরই স্পষ্ট কথার মানুষ হিসেবে আমরা তাঁকে চিনি। তিনি মনে করেন, প্রসেনজিৎ থেকে শুরু করে দেব সকলেই অযোগ্য, অর্থাৎ এযুগের টলিউড ইন্ডাস্ট্রির অভিনেতা-অভিনেত্রীরা সেভাবে ভালো অভিনয় করতে পারে না।

বহুবার সংবাদমাধ্যমের কাছে তিনি বলেছেন, মহানায়ক উত্তম কুমার, সুচিত্রা সেন, সৌমিত্র চ্যাটার্জী শুধুমাত্র তারাই অভিনয়ে সেরা ছিলেন। এই প্রসঙ্গে কথা উঠলে বলতে হয়, জি বাংলাতে ‘অপুর সংসার’ নামক বেশ জনপ্রিয় একটি টক শো আগে সম্প্রচারিত হত। অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়ের ছেলে শাশ্বত চট্টোপাধ্যায় সেই টক শো এর সঞ্চালক ছিলেন। সেখানে একবার এসেছিলেন অভিনেতা বিপ্লব চ্যাটার্জী।

সেখানে তিনি বলেন, “এই প্রজন্মের কলাকুশলীরা নায়ক হওয়ার যোগ্য নয়”। তিনি এ বিষয়ে আরও বলেন, “অন্তরে ব্যথা না থাকলে কোন চরিত্রই পর্দার সামনে ফুটিয়ে তোলা যায় না। সিনেমা মানে তো শুধু বিনোদন নয়, তা বাস্তবকেও তুলে ধরে। আর এই যুগের অভিনেতা অভিনেত্রীদের মধ্যে সেটি লক্ষ্য করা যায় না। মহানায়ক উত্তম কুমার, সুচিত্রা সেন, সৌমিত্র চ্যাটার্জী প্রমুখের মধ্যে যে অভিনয় দক্ষতা ছিল তা আজকাল কারোর মধ্যেই লক্ষ্যণীয় নয়”।