সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মহাকাশে নিজেদের অবস্থান মজবুত করতে উঠেপড়ে লেগেছে বেজিং, নিজেদের স্পেস স্টেশন স্থা’প’ন করবে চীন

রাশিয়া ও আমেরিকাকে টক্কর দিতে এবার মহাকাশ অভিযানে নেমে পড়েছে চীন। ইতিমধ্যেই তার প্রস্তুতি চলছে জোড় কদমে। আসলে চীনের মহাকাশ সংস্থার তরফ থেকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে, চীন এবার তৈরি করতে চলেছে স্পেস স্টেশন। গতবছর মঙ্গলের কক্ষপথে প্রবেশ করার পর থেকেই, চীনের চিন্তাভাবনার বদল ঘটিয়েছে।

তাই এবার চলতি বছরেই নতুন স্পেস স্টেশন স্থাপন করতে চায় পৃথিবীর কক্ষপথে। আন্তর্জাতিক স্পেস স্টেশন যেটা কিনা রয়েছে ৪০০ কিমি ওপরে পৃথিবী থেকে। এই আন্তর্জাতিক স্পেস স্টেশন কিন্তু কোনো একটি দেশের তৈরি নয়, বিভিন্ন দেশের সহযোগিতায় তৈরি হয়েছে এই স্পেস স্টেশন। কিন্তু চীন এবার তাদের স্পেস স্টেশন তিয়াংগং তৈরি করতে চলেছে নিজেরাই।

কেমন হবে এই চীনের স্পেস স্টেশন ? কেন যাচ্ছে এটি দেখতে ইংরেজি অক্ষরের মত হবে। একটি নয় দুটি স্পেস স্টেশন মডেল লঞ্চ করবে চীন, যার নাম দেওয়া হয়েছে ওয়েন্তিয়ান ও মেংতিয়ান। শক্তিশালী ‘লং মার্চ-৫বি এই রকেটে করে স্পেস স্টেশন পাড়ি দেবে মহাকাশে।

আরো পড়ুন: UPI লেনদেনকে ভারতের পর প্রতিবেশী এই দেশ স্বী’কৃ’তি দিলো

ইতিমধ্যে মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন টি আকৃতির আকার সম্পূর্ণ হলেই, সেই স্পেস স্টেশনকে খতিয়ে দেখা হবে। যদি সব কিছু ঠিক থাকে, তাহলে চলতি বছরের শেষের দিকেই চালু করা হবে এই স্পেস স্টেশন। মোটকথা আগামী কয়েক বছরের মধ্যেই চীন মহাকাশ বিজ্ঞানের নতুন কয়েকটি মাইলফলক অতিক্রম করতে চায়। এবং তৈরি করতে চাই নতুন কিছু রেকর্ড, যার জন্যই এত তোড়জোড় তাদের।