সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গ্রাহকদের সুরক্ষায় নয়া সি’দ্ধা’ন্ত নিলো RBI, কা’র্ডে’র ব’দ’লে নিয়ে এ’লো টোকেন

কার্ড এর পরিবর্তে এবার আসছে টোকেন, যত দিন যাচ্ছে তত মানুষ অনলাইনের প্রতি বেশি ঝুঁকছে। এখন প্রত্যেক ক্ষেত্রে গ্রাহকেরা অনলাইন ট্রানজেকশন বেশি করছে। যার কারণে গ্রাহকদের তথ্য ফাঁস হয়ে যাচ্ছে সহজে, এমন যেন না হয় গ্রাহকদের সমস্ত তথ্য যেন সুরক্ষিত থাকে সেই কথা মাথায় রেখেই এবার আরবিআই টোকেন চালু করার পরামর্শ দিচ্ছে।

চলতি বছরের অক্টোবর মাসেই এই নতুন পরিষেবা চালু করতে চাই আর বি আই। এখন মনে প্রশ্ন আসতেই পারে টোকেন কি?মেট্রোতে যাতায়াত করার সময় অর্থের বদলে যে টোকেন দেওয়া হয় এই টোকেন অনেকটা তেমনই। এই টোকেন গ্রাহকরা চাইলে নিজেদের সুবিধা মত একটি ওয়েবসাইটে গিয়ে বানিয়ে নিতে পারবেন।

বর্তমান সময়ে অনলাইন ট্রানজেকশনের সময় নিজের কার্ডের তথ্য বারবার দিতে হয়, যার কারণে তথ্য ফাঁস হয়ে যাওয়ার অধিকতর ঝুঁকি থাকে। তবে টোকেন পরিষেবা চালু হলে এই ধরনের ঝুঁকি আর নিতে হবে না গ্রাহকদের। তারা নিজস্ব একটি বিশেষ টোকেন নাম্বারের দ্বারা লেনদেন করতে পারবেন, যার ফলে নিজেদের তথ্যও সুরক্ষিত থাকবে।

আরো পড়ুন: আবহাওয়ার বি’রা’ট পরিবর্তন ঘ’ট’বে দক্ষিণবঙ্গে, তু’মু’ল বৃষ্টি নামার পূর্বাভাস

এবার প্রশ্ন হল টোকেন কিভাবে বানাবেন?

আপনাকে প্রথমে একটি ই-কমার্স সাইটে গিয়ে টাকা দেওয়ার সময় নিজের কার্ডের তথ্য দিতে হবে। এরপরেই সিকিওর ইয়োর কার্ড’ কিংবা ‘সেভ কার্ড অ্যাজ পার আরবিআই গাইডলাইন্স বেছে নিতে হবে।

এরপরই মোবাইল নম্বর ও ইমেইল আইডিতে ওটিপি আসবে সংশ্লিষ্ট ওয়েবসাইটে সেই ওটিপি দিলেই আপনার টোকেন তৈরি হয়ে যাবে। তবে মাথায় রাখতে হবে এক টোকেন অন্য কোনো সংস্থার ওয়েবসাইটে ব্যবহার করা যাবে না।।