সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিশ্বরে’ক’র্ড গড়লেন এই মেয়ে, দুহাত দি’য়ে একই সঙ্গে দুটি আ’লা’দা ভাষায় লে’খা! রইলো ভিডিও

যাঁরা একই সঙ্গে একের বেশি কাজ করতে পারে বা দুই হাত দিয়েই একই সময়ে কাজ করতে সক্ষম তাঁকে সব্যসাচি বলা হয়ে থাকে। আর সেরকমই একটি প্রতিভাবান মেয়ের হদিস পাওয়া গেলো ব্যাঙ্গালুরুতে। সম্প্রতি নেট মাধ্যমে একটি ভিডিও খুব ঘুরে বেড়াচ্ছে। যেখানে দেখা যাচ্ছে আলাদা দুই ভাষায় আলাদা আলাদা দুই হাতে একই সময় লিখে চলেছে একটি ১৬ বছরের মেয়ে। নাম আদি স্বরূপা। বেঙ্গালুরুর বাসিন্দা। এ যেনো এক বিরল প্রতিভা।

আর এই প্রতিভা চারিদিকে ছড়িয়ে পড়তেও তাই বেশি সময় লাগেনি। যত দূর জানা যাচ্ছে, আদি ২০২০ সালে একই সঙ্গে দুটি হাত দিয়ে দুটি ভিন্ন ভাষা লেখার বিশ্ব রেকর্ডও গড়েছেন ইতি মধ্যেই।আর এরপর থেকেই তার নানা প্রতিভার কথা মানুষ জন জানতে শুরু করেছে। এর পরেই এক মিনিটে দুই হাত দিয়ে সর্বোচ্চ সংখ্যক শব্দ লিখে বিশ্ব রেকর্ড গড়েন তিনি।

এক মিনিটে একসঙ্গে ৪০টি শব্দ লিখে ‘এক্সক্লুসিভ ওয়ার্ল্ড রেকর্ড’-এর খেতাব জিতেছেন আদি স্বরূপা। শুধুমাত্র দুই হাতেই লেখার দক্ষতা নয় তিনি দুই হাতে ১০টি ভিন্ন স্টাইলে লিখতে পারেন। তাঁকে চোখ বেঁধে লিখতে দেওয়া হলে সেটা করেও দেখিয়ে দেয় বলে জানা যাচ্ছে।

আরো খবর: বছরের শে’ষ অমাবস্যা কবে? এদিন পিতৃপক্ষের থেকে আশীর্বাদ পাওয়ার সু’যো’গ থা’কে!

আর তার এই প্রতিভার কথা আস্তে আস্তে ছড়িয়ে পড়েছে নেট মাধ্যমে। এর মধ্যেই তার ব্ল্যাকবোর্ডে গর গর করে একই সঙ্গে দুই হাতে কন্নড় এবং ইংরেজিতেও লিখতে থাকা ভিডিও দেখেছেন প্রায় এখন পর্যন্ত দুই লাখ ৬১ হাজারের বেশি বার দেখা হয়েছে বলে জানা যাচ্ছে। এমন প্রতিভাও দেখা যায় ভেবে অবাক হয়েছেন অনেকেই।