সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পূর্বপুরুষেরা রে’গে থাকলে কা’জে বা’ধা আসে, জানুন কি করতে হবে আপনাকে

মৃত্যুর পরবর্তী সময়ে কি হয় তা হয়তো আমরা কেউ সঠিকভাবে বলতে পারবোনা। কিন্তু আমার মন থেকে বিশ্বাস করি আমাদের পিতৃপুরুষের জন্য অন্য একটি জগত রয়েছে। সেই জগতে বিচরণ করেন তারা। প্রতিবছর একটি নির্দিষ্ট সময় তারা ইহলোকে এসে উত্তরাধিকারীদের দুঃখ অথবা সুখ দেখে আনন্দ পান অথবা দুঃখ পান। পিতৃ পুরুষরা আশীর্বাদ করলে সুখের মুখ দেখি আমরা আবার ওনারা ক্ষুব্দ হলে পিতৃ দোষ দেখা যায়।

তবে আমরা কিভাবে বুঝব ওনারা ক্ষুব্ধ হয়েছেন নাকি আশীর্বাদ করছেন। ধর্ম শাস্ত্র অনুযায়ী মনুষ্যলোকের উপরে থাকে পিতৃলোক, তার ওপরে থাকে সূর্যলোক, সবশেষে থাকে স্বর্গলোক। এবার চলুন জেনে নেওয়া যাক পিতৃপুরুষরা ক্ষুব্ধ হন কেন আমাদের উপরে?

কোন ব্যক্তির আচরণ যদি অন্যের প্রতি খারাপ হয়, শ্রাদ্ধকর্ম যদি না করা হয়, তাহলে পিতৃপুরুষরা ক্ষুব্দ হতে পারেন। এক্ষেত্রে পরিবারের সদস্যরা পিতৃ দেশের অংশীদার হয়ে পড়েন। পিতৃ পুরুষরা রুষ্ট হলে এমন একটি দোষ তৈরি হয়, যার ফলে বিভিন্ন কাজে বাধা সৃষ্টি হতে পারে আমাদের।

পিতৃ দোষ হলে কি কি সমস্যা দেখা যায়?

যে ব্যক্তির কোষ্ঠীতে এই দোষ দেখা যায়, সে মানসিক অবসাদ, ব্যবসায় ক্ষতি, পরিশ্রম অনুযায়ী ফল না পাওয়া, বিবাহতে বা দাম্পত্য জীবনের সমস্যা, ক্যারিয়ারে সমস্যা দেখা যায় অথবা এক কথায় বলা যায়, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে বাধা উৎপন্ন হয়।পিতৃ দোষ থাকলে, অনুকূল গ্রহ, গোচর,দশাও বিফল হয়ে যায় অর্থাৎ কোন গ্রহ ভালো ফল দিতে পারেনা। এবার চলুন জেনে নেওয়া যাক কিভাবে জানতে পারবেনা পিতৃপুরুষেরা ক্ষুব্ধ হয়েছেন আপনার ওপরে?

খাবারে চুল: খাবারে যদি চুল থাকে তাহলে আগে থেকেই সতর্ক হয়ে যাবেন, বুঝবেন কোন ভুল হচ্ছে কোথাও। একে পিতৃ দোষের লক্ষণ বলে মনে করা হয়। একই জিনিস বারবার ঘটলে দোষ নিবারণ করা উচিত।

দুর্গন্ধ: কোন ব্যক্তির বাড়ি থেকে যদি দুর্গন্ধ আসে কোন অজানা স্থান থেকে অর্থাৎ কোথা থেকে দুর্গন্ধ আসছে তা বোঝা যাচ্ছে না, এমন কোন ঘটনা ঘটলে বুঝতে পারবেন কোন সমস্যা হচ্ছে। অনেক সময় বাড়ির পরিবারের কেউ বুঝতে না পারলেও বাড়ির অতিথিরা বুঝতে পারেন দুর্গন্ধের কথা।

পূর্বপুরুষের স্বপ্ন: স্বপ্নে যদি পূর্বপুরুষদের দেখতে পান অথবা পূর্বপুরুষরা এসে কোনো ইঙ্গিত দেন তাহলে বুঝবেন কোন পরিবারের ওপর পিতৃ দোষের প্রভাব পড়ছে।

শুভ কাজে বাধা: বাড়ির কোন অনুষ্ঠান অথবা উৎসবে কোন বাধা পড়ে গেলে অথবা কোনো অশুভ ঘটনা ঘটে গেলে পিতৃ দোষের দিকে ইঙ্গিত করে সেই ঘটনা।

পরিবারের কোনো সদস্য অবিবাহিত থেকে গেলে: বয়স বাড়ার সাথে সাথে বিবাহ যদি না হয়, তাহলে বোঝা যায় সেই পরিবারে পিতৃ দোষ আছে।

সন্তান না হওয়া: অনেক দম্পতি সন্তানের সুখ থেকে বঞ্চিত থেকে যান। অনেক সময় দেখা যায় মেডিক্যাল রিপোর্ট ঠিক আছে তবুও সন্তান লাভ করতে পারছেন না তারা। এক্ষেত্রে পিতৃ দোষের কারণে এমন ঘটনা ঘটে বলে মনে করা হয়।