সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

৩০ বছর প’র নিজের ঘ’রে প্রত্যাবর্তন শনি মহারাজের, কি কি পরিবর্তন হ’বে আপনার জী’ব’নে দেখে নিন

জ্যোতিষশাস্ত্রে ক্ষতিকর গ্রহ বলতে শনি অন্যতম। শনির প্রকোপ থেকে রক্ষা পেতে মানুষকে কত কীই না করতে হয়। অনেকে নানা রকম গ্রহরত্ন পাথর ধারণ করে।

আরো পড়ুন:Chairman হতে পারেন শিশির অধিকারী, বিজেপির ন’য়া পরিকল্পনা

কিন্তু যদি কোনো ব্যক্তির উপরে শনিদেব সন্তুষ্ট হন সেক্ষেত্রে তাঁর জীবনে খুশির সীমা থাকে না। তাঁকে রুখতে পারে এমন কেউই নেই ৷ অন্যদিকে শনিদেবের রোষে জীবন একেবারে ছারখার হয়ে যায় ৷ মানুষের জীবন নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়ে ৷

শনির রাশি পরিবর্তন প্রত্যেকের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ৷ প্রায় আড়াই বছর পরে শনিদেব রাশি পরিবর্তন করেন ৷ শাস্ত্র মতে, বর্তমানে তিনি মকরে আছেন ৷ ২০২২ সালে শনি নিজের রাশি কুম্ভতে প্রবেশ করবেন ৷ ৩০ বছর পরে আগামী ২৯ এপ্রিল কুম্ভ রাশিতে প্রবেশ করবেন শনিদেব ৷

তাহলে চলুন জেনে নেওয়া যাক, শনিদেব নিজের রাশিতে প্রবেশ করলে কোন কোন রাশির উপরে ঢাইয়া ও সাড়ে সাতির উপরে প্রভাব পড়বে?

শনিদেব কুম্ভ রাশিতে প্রবেশ করলে ধনু রাশি সাড়ে সাতি থেকে মুক্তি পাবে ৷

আরো পড়ুন:রাজ্যে হতে পারে ব্যা’প’ক ঝড়বৃষ্টি, শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা! বইতে পা’রে ৭৫ কিমি বে’গে হাওয়া

মীন রাশির সাড়ে সাতির প্রথম পর্যায় শুরু হবে ৷ সেক্ষেত্রে কুম্ভ রাশির উপরে সাড়ে সাতির দ্বিতীয় পর্যায় শুরু হবে ৷ মকর রাশিতে সাড়ে সাতির শেষ পর্যায় শুরু হবে ৷

Shani Jayanti 2020 Know The Story Of Shani Dev Birth - Shani Jayanti 2020:  ऐसे हुआ था शनि महाराज का जन्म, पिता बन गए शत्रु - Amar Ujala Hindi News Live

শনির গোচর ২০২২ সালে শুরু হওয়ার পরে কর্কট ও বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জীবনে একটু বেশিই সাবধানতা অবলম্বন করতে হবে ৷ কারণ এই সময়ে কর্কট, বৃশ্চিকে ঢাইয়া শুরু হবে ৷

অন্যদিকে মিথুন ও তুলা রাশির জাতক-জাতিকারা ঢাইয়া থেকে মুক্তি পাবেন ৷