সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পুলিশের জা’লে পাকড়াও বান্টি-বাবলি, কি উ’দ্ধা’র হলো ছিনতাইকারীদের কা’ছ থেকে?

এতদিন হয়তো সিনেমার পর্দাতেই এদের কথা শুনেছেন, কিন্তু এবার বাস্তবেও শুনুন। মোবাইল চুরির ঘটনা আমরা হামেশাই শুনে থাকি, কিন্তু এবারের ঘটনায় একটা আলাদাই মোচড় রয়েছে। বারুইপুর থানার পুলিশ দুই মোবাইল ছিনতাইকারীকে হাতেনাতে পাকড়াও করলো, যারা কিনা সম্পর্কে স্বামী-স্ত্রী। দু’জনের বয়স ২৪-২৬ এর মধ্যেই।

যুবকটি দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে, আর মেয়েটি আরও কম। তারা পড়াশোনা না করলে কি হবে, মোবাইল সফটওয়্যার ঘাটতে ঘাটতে একেবারে তুখর হয়ে উঠেছে। বহুদিন থেকে এদের হাতনাতে ধরার পরিকল্পনা করছিল পুলিশ, শেষপর্যন্ত এবার তাদের পাকড়াও করতে পেরেছে।

তাদের কাছ থেকে ১৪ টি চোরাই মোবাইল উদ্ধার রা হয়েছে, যা দেখে পুলিশ পর্যন্ত অবাক হয়ে গেছে। মোবাইল ছিনতাই এর অভিযোগ আসছিল একের পর এক, পুলিশ কোনো কিনারাই করতে পারছিল না। তবে এদের পাকরাও করেছে পুলিশ আরেকটি সঙ্গী সহ। জানা গেছে মেয়েটির নাম সাহেবা খাতুন, যুবক মহম্মদ আকাশ ও আরেকজনের নাম সুপ্রতিম দাস।

আরো খবর: এবার বা’ড়’তে পারে কলেরার প্র’কো’প, স’ত’র্ক থাকতে বললো WHO

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এই বান্টি বাবলি গ্রুপের সাথে সুপ্রতিম যোগ দিয়েছিল। তাদের আস্তানা ছিল বারুইপুরের কাটাখাল বাইপাস এলাকায় । তাদের কর্মকান্ডের খবর অনেক আগের থেকেই পুলিশের কানে গিয়েছিল, কিন্তু পুলিশ সময়ের অপেক্ষায় ছিল। আর সেটা আসতেই পরিকল্পনা মাফিক কাজ করে পুলিশ তাদের হাতেনাতে ধরে। ১৪ টি মোবাইলের পাশাপাশি ল্যাপটপ ও ট্যাবও উদ্ধার করে পুলিশ।