সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

১৫-১৮ বছর বয়সীদের ভ্যা’ক’সি’ন শুরু হবে ৩ তারিখ থে’কে, কলকাতার কোথায় কোথায় মি’ল’বে?

প্রধানমন্ত্রীর ঘোষণা অনুসারে নতুন বছরের 3 তারিখ থেকে 15 থেকে 18 বছর বয়সীদের টিকাকরণ প্রক্রিয়া শুরু হচ্ছে। গত বড়দিনের সন্ধ্যায় প্রধানমন্ত্রী এই ঘোষণা করেছেন। দেশজুড়ে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। বর্তমান পরিস্থিতিতে তাই দেশের ছোটদের টিকাকরণের উপর জোর দিতে চাইছে কেন্দ্রীয় সরকার।

সারা দেশের পাশাপাশি কলকাতাতেও তেসরা জানুয়ারি থেকে 15 থেকে 18 বছর বয়সীদের টিকাকরন প্রক্রিয়া শুরু হচ্ছে। বুধবার কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং ডেপুটি মেয়র অতীন ঘোষের উপস্থিতিতে একটি বৈঠকে এই আলোচনা হয়েছে। ফিরহাদ হাকিম জানিয়েছেন তেসরা জানুয়ারি কলকাতার 16 টি স্কুলে 15 থেকে 18 বছর বয়সীদের টিকা দেওয়া হবে। তারপরের দিন আরো 16 টি স্কুলে এবং তার পরের দিন আরো 16 টি স্কুলে টিকাকরন প্রক্রিয়া হবে।

তবে এর জন্য স্কুলের বেঞ্চ কম্পিউটারসহ বেশকিছু পরিকাঠামো থাকতে হবে। টিকা নেওয়ার সময় স্কুলের আই কার্ড বা আধার কার্ড নিয়ে যেতে হবে বলে জানানো হয়েছে। অন্যদিকে বুষ্টার ডোজ সম্পর্কে বলতে গিয়ে কলকাতার মেয়র বলেছেন 10 তারিখ থেকে বুষ্টার ডোজ দেওয়া হতে পারে বলে প্রাথমিকভাবে স্বাস্থ্য ভবনের তরফ থেকে জানানো হয়েছে। তবে এই বিষয়ে অফিশিয়াল নির্দেশ এখনো আসেনি।