সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রাজ্যে হতে পারে ব্যা’প’ক ঝড়বৃষ্টি, শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা! বইতে পা’রে ৭৫ কিমি বে’গে হাওয়া

বৃহস্পতিবার থেকেই উচ্চচাপের জেরে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় ঢুকতে শুরু করেছে আর্দ্র বাতাস। যার ফলে আকাশ ছিল আংশিক থেকে সম্পূর্ণ মেঘাচ্ছন্ন। এর জেরে সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে।

আরো পড়ুন:নদীতে ভাটা পড়লেই নৌকার লাইন লা’গ’ছে! গঙ্গাকে কে’ন্দ্র ক’রে চলছে র’ম’র’মা ব্যবসা

শুক্রবার গোটা পশ্চিমবঙ্গেই হবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। তবে কপাল খারাপ থাকলে কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। যার জেরে সবজি চাষিদের ক্ষতির আশঙ্গা রয়েছে। ক্ষতি হতে পারে বোরো চাষেও।

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস।

পূর্বাভাস অনুসারে, শুক্রবার উত্তবঙ্গের বারেন্দ্রভূমি ও দক্ষিণবঙ্গের রাঢ়বঙ্গের জেলাগুলিতে প্রবল বজ্রবিদ্যুৎসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Heavy rain lashes Chennai, causes traffic snarls, flooding; IMD issues red alert | Latest News India - Hindustan Times

ফলে ২ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, ২ বর্ধমান ও বাঁকুড়ায় ঝড়বৃষ্টি হতে পারে।

আরো পড়ুন:খতম ISIS প্রধান

সঙ্গে হতে পারে কালবৈশাখির মতো ঝড়। হাওয়ার সর্বোচ্চ গতি হতে পারে ঘণ্টায় ৭৫ কিলোমিটার। সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।