সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Chairman হতে পারেন শিশির অধিকারী, বিজেপির ন’য়া পরিকল্পনা

কাঁথি পুরসভা করতে মরিয়া বিজেপি। চেয়ারম্যান পদের মুখ হিসাবে বিজেপি প্রার্থী হতে পারেন শিশির অধিকারী। এই জল্পনা ক্রমশ তীব্র হচ্ছে। নিতান্তই শিশির প্রার্থী না হলে অধিকারী পরিবারের অন্য কোনও সদস্যকেও বিজেপির মুখ করা হতে পারে।

আরো পড়ুন:স্বামী বি’ক্রি করবো! ফেরত দেওয়া যা’বে না, নিলামের ওয়েবসাইটে বিজ্ঞাপন দিলেন স্ত্রী

এই শিশির অধিকারী এখনও খাতায়কলমে তৃণমূল সাংসদ হলেও বিজেপির মঞ্চে তাঁকে শামিল হতে দেখা গিয়েছে আগেই। তাঁর সাংসদ পদ খারিজের জন্য স্পিকারকে চিঠিও দিয়েছে তৃণমূল।

sisir adhikary: Latest News & Videos, Photos about sisir adhikary | The Economic Times - Page 1

এর মধ্যে তিনি পুরভোটে প্রার্থী হলে তাঁর সাংসদপদ যাবেই। সেক্ষেত্রে উপনির্বাচন হবে। বিজেপি বা পরিবার হারের ভয়ে সেটা এড়াতে চায়।

আরো পড়ুন:আকাশজুড়ে শুধুই বা’জে’র ঝ’ল’কা’নি! ৭৭০ কিমি দী’র্ঘ ব’জ্র’পা’ত আমেরিকায়

কিন্তু ঘটনা হল শিশিরবাবুর শরীরের যা অবস্থা, তাতে এখন দু’বছর সাংসদ থেকে দিল্লি যাতায়াত করা কঠিন।

Suvendu Adhikari's father, TMC MP Sisir Adhikari removed as party's district president - The Statesman

তিনি পুরসভা সামলালে শরীরে চাপ কম পড়বে। এলাকাও তাঁর হাতের তালুর মতো চেনা। তাই শিশিরবাবুকে প্রার্থী করার কথা ভাবছে বিজেপি।