সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভু’য়ো আয়কর হানার খ’প্প’রে পড়লেন ব্যবসায়ী! ফিল্মি কায়দায় চললো ত’ল্লা’শি

সারা দেশ জুড়েই রাজনৈতিক নেতাদের বাড়িতে সিবিআই হানা, কখনো ইডির হানা, কখনো আয়কর দপ্তরের হানার খবর পাওয়া যাচ্ছে। এমতাবস্থায় মুম্বাই থেকে যে ঘটনার কথা জানা যাচ্ছে তাতে কার্যত চক্ষু চড়কগাছ হয়ে গেল সকলের। এক ব্যবসায়ীকে পড়তে হলো ভুয়ো আয়কর তল্লাশির খপ্পরে।

গণেশ চতুর্থী উপলক্ষে এই মুহূর্তে সারা মুম্বাইতে উৎসবের পরিবেশ তৈরি হয়েছে। তারই মধ্যে ডাকাত দল অভিনব ডাকাতির কৌশল ফেঁদে ফেলেছে। মুম্বাইয়ের ভিকরালি এলাকার সোনাটা গ্রিন বিল্ডিং এর মায়াঙ্ক বাজাজের বাড়িতে ঢুকে ডাকাতি চালায় ডাকাতরা‌। তারা নিজেদের আয়কর দপ্তরের কর্মী বলে পরিচয় দেয়।

বাড়ির মালিকের অনুপস্থিতিতে তারা এক লক্ষ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বাড়ির কত্রীর হাত থেকে ফোন ছিনিয়ে নেওয়া হয়। সমস্ত ঘটনা জানার পর যখন বাড়ির কর্তা বাড়িতে আসেন তখন তিনি সিসিটিভি ফুটে যে ঘটনাটি দেখেন এবং তা আয়কর দপ্তরের কাছে পাঠিয়ে দেন। এরপর পুলিশ এসে যায় ঘটনাস্থলে।

আরো পড়ুন: এই ৩ গুরুত্বপূর্ণ জিনিস বাড়ির এদিকে রে’খে দিন, মনের সব ই’চ্ছে এক-এক করে পূরণ হ’বে

বাড়ির পরিচারিকা নীতা কাম্বলে ভুয়ো সিবিআইয়ের লোকজনের কাছে খবর সরবরাহ করেছেন বলে জানা গিয়েছে। কিছুদিন আগেই বাড়িতে বিশাল অংকের টাকা এসেছে তা তিনি জানতে পেরেছিলেন। এই ঘটনা ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।