সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিদেশের অ’স্ত্র মা’র্কে’টে বন্দুক সাপ্লাইয়ের বি’রা’ট অ’র্ডা’র পেলো দেশের প্রতিরক্ষা ফার্ম কল্যাণী গ্রুপ

প্রতিরক্ষাক্ষেত্রে আত্মনির্ভরতার উপর জোর দেওয়া হয়েছিল কেন্দ্রে নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় আসার পর থেকেই। এমনকি অস্ত্র রফতানির উপরেও ফোকাস করা হয়েছে দেশের তরফে। জোর দেওয়া হয়েছিল মিসাইল, হালকা হেলিকপ্টার, নজরদারির যান, নজরদারি সিস্টেম রফতানির উপর ।

এবার একটি বন্ধু দেশে বন্দুক সাপ্লাইয়ের বিশাল বরাত পেয়েছে ভারতের প্রতিরক্ষা বিষয়ক ফার্ম কল্যাণী স্ট্র্যাটেজিক সিস্টেম লিমিটেড । ওই কোম্পানি সব মিলিয়ে প্রায় ১৫৫.৫ মিলিয়ন ডলারের অর্ডার পেয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, এই প্রথম কোনও স্থানীয় কোম্পানি এই ধরনের বিশাল বরাত পেল।

তবে ওই কোম্পানি ওই বন্ধু দেশের নাম সামনে আনেনি। পাশাপাশি ওই সংস্থা ঠিক কত বন্দুকের অর্ডার তারা করেছে এনিয়ে কোনও মন্তব্য করতে চায়নি। বোম্বে স্টক এক্সচেঞ্জে গোটা বিষয়টি জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থা। সরকাররে আত্মনির্ভর অ্য়াজেন্ডার এটি প্রতিফলন বলেও জানানো হয়েছে।

আরো পড়ুন: সুদীপার অ’তি’রি’ক্ত অহংকারই তার বি’প’দ ডে’কে আনলো! এবার রান্নাঘরের সঞ্চালিকা কে?

সূত্রের খবর, আগামী তিন বছরে এই অর্ডার অনুসারে বন্দুক সরবরাহ করা হবে। সংশ্লিষ্ট সংস্থা কোনও দেশের কথা উল্লেখ করেনি।