Home টেক নিউজ রাজ্যে মা’ন্য’তা পে’লো ডিজিলকার, গাড়ির কাগজপত্র সহ লাইসেন্সের ডিজিটাল ক’পি

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রাজ্যে মা’ন্য’তা পে’লো ডিজিলকার, গাড়ির কাগজপত্র সহ লাইসেন্সের ডিজিটাল ক’পি

এবার থেকে পশ্চিমবঙ্গে ডিজি লকার অথবা এম পরিবহনের মত অ্যাপ্লিকেশনে থাকা গাড়ির লাইসেন্স সহ যাবতীয় গুরুত্বপূর্ণ ডিজিটাল কপি মান্যতা পেল। রাজ্য সরকারের পরিবহন দপ্তর এর তরফ থেকে সম্প্রতি প্রকাশিত একটি নির্দেশিকাতে এমনটাই জানানো হয়েছে। এই নির্দেশিকা জানানো হয়েছে নথির কাগজ না থাকলেও এবার থেকে এই ডিজিটাল কপিগুলিকে বৈধ বলে ধরা হবে।

এই নির্দেশিকায় জানানো হয়েছে গাড়ি চালানোর সময় কোনো নিয়ম ভাঙলে অ্যাপের মাধ্যমে চালান কাটা যেতে পারে। গাড়ি চালানোর সময় যাত্রী নিয়ম ভাঙলে কর্তব্যরত ট্রাফিক পুলিশ গাড়ি দাঁড় করান। এবার তার কাছে লাইসেন্স এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথি দেখতে চাওয়া হয়। যদি এবার থেকে সঙ্গে নথি না থাকে তাহলে ডিজি লকার বা এম পরিবহন অ্যাপসের ডিজিটাল নথি দেখালেও কাজ চলবে। এতদিন দেশের বহু জায়গাতে এই নিয়ম চালু থাকলেও বাংলাতে কি ব্যবস্থা চালু ছিল না।

সড়ক পরিবহনমন্ত্রী তরফ থেকে 2018 সালে একটি নির্দেশিকা প্রকাশ করে ডিজিটাল নথিকে মান্যতা দেওয়া হয়েছিল। সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এই নির্দেশিকা পাঠানো হয়েছিল। মোটর ভেহিকেল আইন অনুসারে প্রক্রিয়াকে বৈধ বলে জানানো হয়েছিল ওই নির্দেশিকাতে। সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকেই এই নির্দেশিকা পাঠানো হয়েছিল। এবার পশ্চিমবঙ্গে এই ব্যবস্থা চালু হলো। স্বস্তি পেলেন গাড়ি চালকরা।