সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ব্রেকিং: কৃষি আইন বা’তি’ল ঘোষণা করলেন প্রধানমন্ত্রী, জানুন বি’শ’দে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুরু নানকের জন্মদিনেই জাতীর উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় ঘোষণা করেন যে, তিনটি কৃষি আইন তুলে নেওয়া হলো। আর এই কৃষি বিল নিয়ে আপত্তি করছিল পাঞ্জাবের কৃষকরা। প্রধানমন্ত্রী কৃষকদের আবেদন মেনে এই সিদ্ধান্ত নেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিনের ভাষণে জানান, “আমরা ফসল বীমা যোজনাকে আরও প্রভাবি করেছি। এই বীমা যোজনার আওতায় অনেক কৃষককে এনেছি। কৃষকরা যাতে বেশি ক্ষতিপূরণ পায়, তাঁর জন্য পুরনো নিয়ম বদলেছি। এই কারণে বিগত চার বছরে এক লক্ষ কোটি টাকারও বেশি ক্ষতিপূরণ কৃষক ভাইদের হাতে তুলে দেওয়া হয়েছে।

কৃষকরা যাতে তাঁদের উৎপাদিত ফসলের বদলে সঠিক মূল্য পায়, তাঁর জন্য উচিৎ পদক্ষেপ নিয়েছি। আমরা MSP বাড়িয়েছি পাশাপাশি রেকর্ড পরিমাণে সরকারি কেন্দ্রও করেছি। আমাদের সরকার দ্বারা কেনা শস্য আগের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। আমরা কৃষকদের তাঁদের উৎপাদিত ফসল বিক্রি করার জন্য অনেক সুযোগ করে দিয়েছি।”

https://www.facebook.com/watch/?v=419909053007539

প্রধানমন্ত্রী আরও বলেন, “আমি দেশবাসীর কাছে ক্ষমা চাইছি, আমি পরিস্কার মনে বলছি আমাদের প্রচেষ্টায় খামতি থাকতে পারে আমরা সেটা বুঝতে পারিনি। আজ গুরু নানকের পবিত্র প্রকাশ পর্ব। আজ আমি আপনাদের এটা বলতে এসেছি যে, আমরা তিনটি কৃষি আইন রদ করার সিদ্ধান্ত নিয়েছি। এই মাসের শেষের দিকে শুরু হতে চলা অধিবেশনে তিনটি কৃষি আইন রদ করার প্রক্রিয়া শুরু হবে। আমি কৃষকদের কাছে আবেদন করছি যে, তাঁরা যেন বাড়ি ফিরে যায়।”

উল্লেখ্য, কৃষকরা এই তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে, ২০২০ সালের নভেম্বর থেকে আন্দোলন শুরু করেন। প্রথম দিনেই দিল্লি-হরিয়ানা সীমানার আম্বালায় পুলিশের বাধা মুখে পড়তে হয়েছিল তাঁদের। তারপর দফায় দফায় বৈঠক হয়েছে কেন্দ্র ও আন্দোলনকারীদের মধ্যে। কিন্তু, সুরাহা হয়নি। চাপে পড়ে দেড় বছরের জন্য তিনটি কৃষি আইন স্থগিত রাখতে রাজি বলেও আশ্বাস দেয় মোদি সরকার। কিন্তু, তাতে চিঁড়ে ভেজেনি। কৃষকরা আইন প্রত্যাহারের দাবি থেকে একচুল সরেননি সেই সময় থেকেই।