সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আয়কর দপ্তরের নি’য়’ম অনুযায়ী বাবা-মা সন্তানকে কত টা’কা পর্যন্ত উপহার দি’তে পারেন?

বর্তমানে আয়কর আইনের অধীনে কোন ব্যক্তিকে উপহার দেওয়ার ক্ষেত্রে সেইভাবে কোন বিধি-নিষেধ লাগু করা হয় না। তবে কিছু কিছু ক্ষেত্রে উপহার গ্রহন কারী ব্যাক্তির আয়ের উপর কর প্রযোজ্য হয়। ভারতীয় আয়কর আইন অনুযায়ী, একজন ব্যক্তি যদি এক বছরে ৫০ হাজার টাকার বেশি উপহার পেয়ে থাকেন তাহলে তা কর যোগ্য হয়।

৫০ হাজার টাকার কম উপহার পেলে চিন্তা করার কিছু নেই। তবে আয়কর রিটার্নে ডিটেইলস উল্লেখ করার সময় বড় উপহার প্রাপ্তির অংকের উল্লেখ করা প্রয়োজন।

তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে। নির্দিষ্ট আত্মীয়র কাছ থেকে প্রাপ্ত উপহার অথবা বাবা এবং মায়ের থেকে উপহার পেলে তা এই আইনের মধ্যে পড়ে না। একজন বাবা যে কোন নিয়ম ছাড়াই তার পুত্রকে যে কোন পরিমাণ অর্থ উপহার হিসেবে দিতে পারেন। একই কথা প্রযোজ্য কোন নির্দিষ্ট আত্মিয়ের ক্ষেত্রে।

তবে মনে রাখবেন, কেউ যদি নগদ ২ লক্ষ টাকার বেশি উপহার গ্রহণ করেন সেক্ষেত্রে গৃহীত উপহারের সমান জরিমানার যোগ্য হবেন তিনি। তাই কোনভাবেই ২ লক্ষ টাকার বেশি উপহার গ্রহণ করবেন না, কারোর কাছ থেকে কোনদিন।