Home দেশ ক’ঠো’র সি’দ্ধা’ন্ত ভারতীয় রেলের, বন্দে ভারতে পাথর ছু’ড়’লেই এবার ৫ বছরের সা’জা...

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ক’ঠো’র সি’দ্ধা’ন্ত ভারতীয় রেলের, বন্দে ভারতে পাথর ছু’ড়’লেই এবার ৫ বছরের সা’জা নি’শ্চি’ত!

বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনার পরেই ভারতীয় রেলের পক্ষ থেকে এক বড় সিদ্ধান্ত নেওয়া হল।একাধিকবার বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার পরে পাথর বৃষ্টি তাকে সহ্য করতে হয়েছে। তাই এবার কড়া ব্যবস্থা নিল ভারতীয় রেল।

যারা এবার থেকে বন্দে ভারতের ওপরে পাথর ছুড়বে তাদের ৫ বছরের জন্য জেলে পাঠানো হবে। ইতিমধ্যেই দক্ষিণ মধ্য রেলের পক্ষ থেকে এই সতর্কবার্তা জারি করা হল। এখানেই শেষ নয়, এই পাথর ছোড়ার মতো দুষ্কৃতিমূলক কাজকে যেন সাধারন মানুষের দ্বারা প্রশ্রয় না দেওয়া হয়।

এর আগে তেলেঙ্গানার বহু জায়গায় বন্দে ভারতকে উদ্দেশ্য করে পাথর ছোড়া হয়েছে। তাই এবার কড়া পদক্ষেপ নিল দক্ষিণ মধ্য রেল। রেল সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে সেটা হল, কাজিপেট, খাম্মাম, কাজিপেট-ভঙ্গির এবং এলুরু-রাজমুন্দ্রি শাখায় বন্দে ভারতকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছিল।

আরো খবর: দু’র্নী’তি ও ব’ঞ্চ’না, এবার মমতার বি’রু’দ্ধে শ্যামবাজারে ধ’র্ণা’য় বসবেন শুভেন্দু-দিলীপ-সুকান্ত

সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে, চলতি বছরে ৯ বার বন্দে ভারতের ওপরে হামলা করা হয়েছে। ভারতের বিভিন্ন রাজ্যে বন্দে ভারতকে উদ্দেশ্য করে পাথর ছোড়া হয়েছে। ২০১৯ সালে বন্দে ভারত উদ্বোধন হয়েছে।

আর তার পর থেকেই তেলঙ্গানা, বিহার, উত্তরপ্রদেশ, ছত্তীসগঢ় এবং পশ্চিমবঙ্গ সহ আরও বিভিন্ন রাজ্যে পাথর বৃষ্টি সহ্য করতে হয়েছে। দক্ষিণ মধ্য রেল স্পষ্ট জানিয়েছে, ট্রেনে পাথর ছোড়া ফৌজদারি অপরাধ।

১৫২ ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এই অপরাধে ৫ বছরের জেলও হতে পারে। আর পি এফের পক্ষ থেকে জানানো হয়েছে এখনও পর্যন্ত এই পাথর ছোড়া অপরাধের জন্য ৩৯ জন গ্রেফতার হয়েছে।