সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কল্যাণী AIIMS-র নি’য়ো’গ দু’র্নী’তি’তে বিজেপি বিধায়কের মেয়েকে ডে’কে পাঠালো CID

আমরা সবাই জানি শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য সরকার এখন কি বিপদের মধ্যে রয়েছে? কোনো ভাবেই স্বস্তি পাচ্ছে না তারা। ইতিমধ্যেই ততকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছেন সাথে অন্যান্য শিক্ষা দফতরের মাথারাও গ্রেফতার হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় কোনোভাবেই পাচ্ছে না জামিনে ছাড়া।

স্বাভাবিকভাবেই এই বিষয় নিয়ে মুখ খুলেছে বিরোধী শিবির। কিন্তু এবার আরও একটি নিয়োগ দুর্নীতি সামনে আসল, যেটা হল বিজেপি বিধায়কের মেয়ের। আজ্ঞে হ্যা কল্যাণী এইমসের নিয়োগ দুর্নীতি নিয়ে নাম জড়ালো বিজেপি বিধায়ক ও তার মেয়ের। ইতিমধ্যেই সি আই ডি তলব করেছে তাদের।

আজ মঙ্গলবার তলব করা হয়েছে তাদের, বিধায়কের মেয়ে মৈত্রী দানার নিয়োগে দুর্নীতি হয়েছে বলেই অভিযোগ করা হয়েছে, এই নিয়োগ দুর্নীতি নিয়ে মৈত্রী দানার বাড়িতে গিয়েছিল সি আই ডির একটি দল। চলতি বছরে এই চাকরিটি পেয়েছেন বিধায়কের মেয়ে, অভিযোগ এটাই বিধায়কের ক্ষমতা খাটিয়ে মেয়ের চাকরি নিয়েছেন তিনি।

আরো পড়ুন: শিলিগুড়িতে মন ব’সা’তে আসছে পশুরাজ সিংহ, এবার সা’ম’নে থে’কে দেখতে পারবেন পর্যটকরা

তবে এখানে শুধু বিধায়কের মেয়ের নিয়োগ নিয়েই প্রশ্ন উঠেছে সেটা নয়, সাথে আরেক বিধায়কের পুত্রবধূর এইমসে নিয়োগ নিয়েও প্রশ্ন উঠেছে। কয়েকমাস আগেই এক বিজেপি নেতা অভিযোগ করে এই নিয়োগ নিয়ে, যার কারণেই সমস্ত ব্যাপারটা সামনে আসে।

এই জল অনেক দূর পর্যন্ত গড়ায় কারণ, বিজেপি নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি পর্যন্ত লেখে এই বিষয় নিয়ে। এই বিজেপি নেতা নিয়োগ দুর্নীতি নিয়ে অভিযোগ তুলে থানায় গিয়ে এফ আই আর পর্যন্ত করেন। যেখানে ৪ জন বিজেপি নেতার নাম উল্লেখ করা হয়।