সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

OMG: জগন্নাথ দেবের ম’তো প্রজাপতি দেখে হ’ত’বা’ক সকলেই

প্রতিদিন দেশ-বিদেশ থেকে বহু ভক্তরা এসে ভিড় জমান ভারতবর্ষের উড়িষ্যার পুরীর মন্দিরে। জগন্নাথ দেবের দর্শন করবার জন্য বহু মানুষ আসেন এখানে। উৎসবের সময় কোটি কোটি মানুষের ঢল লক্ষ্য করা যায়। এবার এক অদ্ভুত দর্শন প্রজাপতির সন্ধান মিলল যাকে দেখতে নাকি পুরোটাই জগন্নাথ দেবের মত।

মঙ্গলবার ওড়িশার জাজপুরে জগন্নাথ দেবের মত দেখতে ওই প্রজাপতির দেখা মেলে। তার একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি কলিঙ্গ টিভি তাদের instagram চ্যানেলে ওই ভিডিও প্রকাশ করেছেন। সেই ভিডিও দেখে অবাক হয়ে গিয়েছেন নেট নাগরিকরা।

বাদামি বর্ণের জগন্নাথ দেবের মত দেখতে একটি প্রজাপতি। প্রজাপতির মাথার দিকটা জগন্নাথ দেবের মুখের সঙ্গে হুবহু মিলে যায়। অনেকেই দেখে বলছেন এটি আসলে স্বর্গ থেকে পাঠানো দূত। ইনি আসলে জগন্নাথ দেবের একজন প্রতিনিধি, আবার কেউ কেউ ওই প্রজাপ্রতিটিকে পুজো করা শুরু করেছেন।

আরো খবর: স্ত্রীর ইচ্ছে পূরণ করতে ৭ কোটির মন্দির বানালেন স্বামী, রইলো ছবি

অনেকেই বলছেন সারা বিশ্বে নাকি এই প্রজাপতি প্রথম দেখা গিয়েছে। এই ভিডিও ইতিমধ্যেই কয়েক লক্ষ মানুষ শেয়ার করেছেন কেউ কেউ বলছেন এই ভিডিও শেয়ার করলে নাকি কয়েক ঘণ্টার মধ্যেই সুফল পাওয়া যাবে।

 

View this post on Instagram

 

A post shared by Kalinga TV (@kalingatv24x7)


জানা গিয়েছে চাষ করতে গিয়ে একজন চাষী এবং তার স্ত্রী প্রথম এই প্রজাপতি দেখতে পান এরপর তারা গ্রামের লোককে ডাকেন সেই প্রজাপতি দেখান। প্রজাপতি দেখার পর সেখানকার মানুষেরা সাধারণ বিশ্বাসমতো জগন্নাথ দেব হিসেবে তার পূজা-অর্চনা করা শুরু করেন।