সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

স্ত্রীর ইচ্ছে পূরণ করতে ৭ কোটির মন্দির বানালেন স্বামী, রইলো ছবি

পৃথিবীর সপ্তম আশ্চর্যের তালিকায় জায়গা করে নিয়েছে তাজমহল। স্ত্রীকে ভালোবাসার শ্রেষ্ঠ নিদর্শন হিসেবে এই স্মৃতিসৌধ তৈরি করেছিলেন সম্রাট শাহজাহান এ গল্প কারোর অজানা নয়। তবে এবার তার থেকেও অবাক করা এক ঘটনা ঘটলো উড়িষ্যায়। স্ত্রীর ইচ্ছে পূরণে এক অনন্য নজির সৃষ্টি করলেন এক ব্যক্তি। স্ত্রীর স্বপ্ন পূরণ করতে সন্তোষী মায়ের এক বিশালাকার মন্দির তৈরি করেছেন তিনি।

আর সেই মন্দির করতে খরচ পড়েছে সাত কোটি টাকা। ওড়িশার জাজপুর জেলার চিকানা গ্রামের এই গল্প এখন সকলের মুখে মুখে ফিরছে। স্ত্রীর জন্য এমন স্থাপনা সত্যিই বিরল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওড়িশা টিভি সূত্রে জানা গিয়েছে ক্ষেত্রবাসী লেনকা নামের ওই ব্যক্তি পেশায় একজন শিল্পপতি তার স্ত্রী বৈজয়ন্তী সন্তোষী মায়ের ভক্ত।

স্ত্রীর প্রাসাদ কিংবা মন্দির তৈরি করেননি তিনি বরং স্ত্রীর ইচ্ছের দাম রেখে তার স্বপ্নপূরণে এগিয়ে এসেছেন সন্তোষী মায়ের মন্দির তৈরি করে। এই প্রসঙ্গে বৈজয়ন্তী জানান গ্রামে মন্দির তৈরির জন্য আমার খুব ইচ্ছে ছিল আমি আমার স্বামীর কাছে কৃতজ্ঞ তিনি আমার এই স্বপ্ন পূরণ করেছেন।

আরো খবর: এ যেন শ্রীকৃষ্ণের কাহিনী! কুয়োতে পরেও জী’ব’ন্ত সদ্যোজাত, রাতভর পা’হা’রা দিলো বি’ষ’ধ’র সাপ

আমি একটি ছোট মন্দির করতে তাকে বহুদিন আগে বলেছিলাম কিন্তু সে যে এত বড় একটা মন্দির করে আমাকে চমকে দেবে আমি ভাবতেই পারিনি। কি বলছেন এযুগের শাহজাহান? তিনি বলছেন অগ্নিসাক্ষী করে যাকে জীবনসঙ্গিনী করেছি তার এইটুকু ইচ্ছের দাম দিতে পেরে আমি ধন্য।