সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কোন প্রাণী ঘরে ঢুকলে মৃ’ত্যু’র ল’ক্ষ’ণ হিসেবে ভা’বা হয়?

আজকালকার দিনে যখন সমগ্র বিশ্বে করোনা নামক ভাইরাসে জর্জরিত হয়ে পড়েছিল হয়তো তখন থেকেই সবাই অনেক বেশি যত্নবান হয়ে গেছে নিজের পরিবার ও পরিবেশ নিয়ে। এখন আর কোনো অনিয়ম কেউ করে না। বাড়ি ও বাড়ির আশেপাশে যথেষ্ট পরিষ্কার রাখতে চেষ্টা করে। পুরসভা গুলোও আগের থেকে অনেক বেশি তৎপরতার সাথে কাজ করছে। শুধু করোনা কেনো ওটা ছাড়াও কত বিষাক্ত মশা, মাছি, গাছ, ফুলের কথা সংবাদমাধ্যমে হামেশাই আমরা শুনে থাকি আর তারা কত মারাত্মক সেই ভেবে অবাক হতে হয়।

আর সেই কারণেই আমরা বাড়িতে সামান্য একটা গাছ লাগালেও অনেক বুঝে শুনে লাগাই। কারণ এখন জানা যাচ্ছে অনেক গাছ ই আছে যার সামনে নিশ্বাস নিলেও মৃত্যুর কারণ হয়। ঠিক সেরকমই বেশ কিছু প্রাণী আছে যা আমাদের বাড়ির আশেপাশে প্রায়ই দেখতে পাওয়া যায় সেটাও খুব বিষাক্ত বলা হয়ে থাকে। আমরা সবাই জানি সাপ কতটা বিষাক্ত তবে সাপ ছাড়াও বাদুর ও যথেষ্ট বিষাক্ত বলে মনে করা হচ্ছে।

অনেকে তো আবার কুসংস্কার বশত বাদুরকে অশুভ প্রাণী বলে মানেন। বাড়িতে বাদুর ঢুকে পড়লে তক্ষুনি সেটাকে তাড়াতে চেষ্টা করেন। অনেকেই বলেন, বাদুর নাকি মৃত্যুর সংকেত বয়ে নিয়ে আসে। কারো বাড়িতে বাদুড়ের প্রবেশ সেই বাড়ির কারো মৃত্যুর কারণ হতে পারে। তবে অনেক দেশেই বাদুড়কে শুভ বলেও মনে করে।

আরো পড়ুন: বাতাসের সঙ্গে স’ম্প’র্ক না থাকলেও কেন চপ্পলকে “হাওয়াই চটি” বলা হয়?

যেমন চিন দেশে বাদুর কে শুভ বলে মনে করে। তারা আবার বাদুড়ের পাঁচটা চিন্হ বাড়িতে রাখেন বলে শোনা যায়। তবে এদেশেও অনেকে বাদুরকে শুভ ভাবেন। বাদূর্কে মা লক্ষ্মীর বহন হিসেবে দেখা হয়। তাই অনেকেই এটাকে শুভ ভাবেন। তবে বিজ্ঞান সম্পূর্ণ অন্য কথা বলছে। বিজ্ঞানের ভাষায়, এই প্রাণীটির পালকে একধরনের বিষাক্ত বানকটেরিয়া থাকে যেটা মানুষের প্রাণনাশ অবধি করতে পারে। তাই এটার থেকে দূরে থাকাই মঙ্গল।