সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বড়ো খবর, এয়ারপোর্টে বোর্ডিং পাস বাবদ আর অতিরিক্ত টা’কা নি’তে পারবে না বিমান সংস্থাগুলো

কিছুদিন আগে বিমানের জ্বালানির দাম বৃদ্ধির কারণে বিমানের টিকিটের দাম লাফিয়ে বেড়েছিল। তবে সম্প্রতি দাম কমেছে জ্বালানির। ফলে বিমানে যাতায়াতে খরচ কমতে পারে বলে আশা করা হচ্ছে।

বিমানের যাত্রীরা এদিকে আরও স্বস্তি পেলেন। বৃহস্পতিবার অসামরিক বিমান মন্ত্রকের তরফে জানানো হয়েছে, চেক-ইন কাউন্টারে বোর্ডিং পাস দেওয়ার সময় অতিরিক্ত কোনও চার্জ বসানো যাবে না।

বর্তমানে ভারতের সর্ববৃহৎ এয়ারলাইন ইন্ডিগো চেক-ইন কাউন্টারে বোর্ডিং পাস ইস্যু করার ক্ষেত্রে অতিরিক্ত চার্জ নেয়। এদিন মন্ত্রকের তরফে টুইটে জানানো হয়েছে, কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রকের নজরে এসেছে যে, কিছু এয়ারলাইন যাত্রীদের বোর্ডিং পাস দেওয়ার জন্য অতিরিক্ত টাকা চার্জ করছে।

আরো পড়ুন: স্বাধীনতা দিবসে কেন্দ্রের উপহার অরুণাচল প্রদেশকে, হলঙ্গীতে চা’লু হ’চ্ছে রাজ্যের প্রথম এয়ারপোর্ট

সেই টুইটে আরও জানানো হয়েছে, এয়ারক্রাফ্ট নিয়ম, ১৯৩৭ অনুযায়ী এই চার্জ নেওয়া যায় না। উল্লেখ্য, বিমানে কোনও জায়গায় যাত্রা করার আগে টিকিট করার পরে ওয়েব চেক-ইন করাতে হয় যাত্রীদের। কিন্তু সেই ওয়েব চেক-ইন করা না থাকলে কিছু এয়ারলাইন অতিরিক্ত ২০০ টাকা চার্জ করছে।