সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কুকুর না বাদুড় আপনি ধ’র’তে পারবেন না, কান নিয়ে গিনেস বুকে উঠলো না’ম

১২.৩৮ ইঞ্চির কান, তাও আবার কুকুরের! কি আশ্চর্যের কথারে বাবা! অনেকেই তার কানের দৈর্ঘ্য দেখে ভাববেন “এমন কানওয়ালা কুকুর তো বাবার জন্মে দেখিনি।” নিজের কানের দৈর্ঘ্যের জন্য কুকুরটির নাম উঠেছে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে। এমন অদ্ভুত কানওয়ালা কুকুরটির ছবি পোস্ট করা হয়েছে নেট মাধ্যমে এবং সেই ছবি বিশ্বজুড়ে ভাইরালও হয়েছে। তার কানের দৈর্ঘ্য সাধারণের তুলনায় এতটাই বড় যে কুকুরকে দেখে অনেকেই তা বাদুর বলে ভুল করতে পারেন। কুকুরটির নাম ‘লু’ এবং বয়স তিন বছর।

কোনও জীবিত কুকুরের মধ্যে এটাই সবচেয়ে লম্বা দীর্ঘতম কান। এ কারণে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে তার নাম উঠে গিয়েছে। এই কুকুরের মালকিন জানিয়েছেন, তিনি বরাবরই জানতেন যে লু-এর কান অস্বাভাবিক রকমের লম্বা। কিন্তু এর আগে কখনও সেটা নিয়ে তিনি গুরুত্ব দেননি। করোনার লকডাউনে বাড়িতে বসে সময় কাটানোর জন্য কুকুরের কান এর মাপ নেওয়া শুরু করেছিলেন এবং দেখেছিলেন এটি প্রায় ১২.৩৮ ইঞ্চি লম্বা।

এক পশুচিকিৎসক উইলসন জানিয়েছেন, এই ধরণের কুকুরের কান একটু লম্বাই হয়। তবে এত বড় লম্বা কান এর আগে দেখা যায়নি। তবে এই লম্বা কানের জন্য কোনও শারীরিক সমস্যা হয়তো হবে না, তবে বারবার সবাই তার কান ধরে টানতে এবং দেখতে চাইলে সামান্য সমস্যা হতে পারে। তাঁর একটাই চিন্তা, বেশি কান ধরে টানাটানি করলে কান নিজের জায়গা থেকে সরে যেতে পারে। উইলশন এর কথায়, মাঝেমধ্যেই লু ডগ শোতে অংশগ্রহণ করে। এবং তার এই লম্বা কানের জন্য সবার কাছে আকর্ষণীয় হয়ে ওঠে। এরফলে অন্যান্য প্রতিযোগীদের বিভিন্ন সময়ে হারিয়েও দেয়। ব্যস, এইভাবেই লম্বা কান নিয়ে জীবন কাটছে লু-এর।