সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সম্প্রতি নতুন গাড়ির টিজার লঞ্চ করলো টাটা কোম্পানি! নাম দিয়েছে ‘টাটা পাঞ্চ’

সম্প্রতি নতুন গাড়ির টিজার লঞ্চ করলো টাটা কোম্পানি! নাম দিয়েছে 'টাটা পাঞ্চ'

সম্প্রতি টাটা কোম্পানির তরফ থেকে অটো এক্সপোতে টাটা এইচবিএক্স (Tata HBX)কনসেপ্ট দেখানো হয়েছিল গ্রাহকদের উদ্দেশ্যে। সেই থেকেই কার্যত গাড়ির নতুন মডেল নিয়ে আগ্রহের সীমা ছিল না গ্রাহকদের। অবশেষে গ্রাহকের স্বপ্নের গাড়ি এবার বাস্তবের রূপ পেতে চলেছে। নতুন গাড়ির টিজার সম্প্রতি লঞ্চ করেছে সংশ্লিষ্ট সংস্থা। নতুন এই আকর্ষণের গাড়ির নাম রাখা হয়েছে টাটা পাঞ্চ। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই গ্রাহকদের মধ্যে শোরগোল পড়ে গিয়েছে।

অতীতে টল বয় ডিজাইন ল্যাঙ্গোয়েজ দিয়ে অটো এক্সপোতে গাড়িটিকে আনা হয়েছিল। নতুন গাড়ির রুফ রেইলের সঙ্গে আসল এসইউভি লুক দিতে ‘মাড টায়ার’ দেওয়া হয়েছিল এই কনসেপ্টে। অনেকেই মনে করেছিলেন যে নতুন গাড়ির নাম হতে চলেছে Tata HBX বা টাটা হর্নবিল। তবে সম্প্রতি নতুন চমক নিয়ে টাটা পাঞ্চ নামে প্রকাশিত হলো নতুন গাড়ির টিজার। এই মাইক্রো এসইউভি গাড়িটি আগামী উৎসবের সময় কালে বাজারে লঞ্চ করা হবে বলে জানা গিয়েছে।

ভারতে সাব কমপ্যাক্ট এসইউভির পর এবার নতুন সেগমেন্ট হতে চলেছে মাইক্রো এসইউভি। সাধারণত চার মিটারের কম দৈর্ঘ্যের এসইউভিকে সাব কম্প্যাক্ট সেগমেন্টের মধ্যে ধরা হয়। ফোর্ড ইকোস্পোর্টের হাত ধরে ভারতের বুকে লঞ্চ করা হয়েছিল এই সেগমেন্টটিকে। শীঘ্রই এই সেগমেন্টে ‘ক্যাসপার’ কার আনতে চলেছে হুন্ডাই কোম্পানি। প্রাইমারি হ্যাচব্যাক গাড়ির দৈর্ঘ্যেই এসইউভি তৈরি করা হবে মাইক্রো সেগমেন্টে, এমনটাই জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে।

টাটার এই নতুন এসইউভিতে ALFA-ARC ডিজাইন দেওয়া হয়েছে। রাস্তাঘাটে চলার পাশাপাশি হাইওয়েতেও গাড়িকে ভালো গ্রিপ দিতে সমর্থ এই গাড়ি। টাটার ইমপ্যাক্ট ২.০ ডিজাইন ল্যাঙ্গোয়েজে তৈরি করা হয়েছে এই গাড়িটিকে। টাটা হ্যারিয়ারও তৈরি করা হয়েছিল ওই একই প্লাটফর্মে। গাড়ির সাইজ ছোট হলেও ‘রোড প্রেজেন্স’ এ সাব কমপ্যাক্ট এসইউভির মতো ব্যবস্থা থাকছে।