সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আদানির স্টকে বি’রা’ট পতন, ১৮০০০ কোটি টা’কা ক্ষ’তি LIC-র!

ইতিমধ্যেই মার্কিন ফিন্যান্সিয়াল রিসার্চ সংস্থা হিন্ডেনবার্গের রিপোর্ট অনুযায়ী বোঝা গেছে যে আদানি গ্রুপের শেয়ার ইতিমধ্যে নিম্নমুখী। বুধ এবং শুক্রবার আগামী গ্রুপে শেয়ারে যারা বিনিয়োগ করেছিলেন তারা কোটি কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন। এই বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে এলআইসি।

আদানি গ্রুপের শেয়ার এলআইসির মোট বিনিয়োগ ২৭ শে জানুয়ারি ৬২৬২১ কোটি টাকায় নেমে গিয়েছিল, ২০২৩ সালের ২৪ তারিখে যার পরিমাণ ৮১ হাজার ২৬৮ কোটি টাকা অর্থাৎ দুটি ট্রেডিং সেশনে এলআইসি প্রায় ১৮ হাজার ৬৪৭ কোটি টাকা ক্ষতি হয়েছে।

এলআইসি আদানি এন্টারপ্রাইজ, আদানি এনার্জি স্পোর্টসহ একাধিক গ্রুপে বিনিয়োগ করেছিল। এই স্টকগুলি শেয়ারে গত দুটি ট্রেডিং সেশনে ১৯ শতাংশ থেকে ২৭ শতাংশ পড়ে গেছে। বোঝাই যাচ্ছে যে স্টকগুলি যথেষ্ট শেয়ার বাজারে ধাক্কা খেয়েছে।

আরো খবর: আকাশ থেকে অদৃ’শ্য হ’য়ে যা’চ্ছে তারার ঝাঁ’ক! অবাক করা ত’থ্য দি’লো বিজ্ঞানীরা

হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টে আদানি গ্রুপের কোম্পানিগুলো নেতিবাচক রিপোর্ট বলেই দেখানো হয়েছে। আদানি গ্রুপের সি এফ ও জুগশিন্দর সিং জানিয়েছেন, ওই রিপোর্ট একেবারেই ভিওিহীন এবং তিনি অভিযোগ করেছেন যে আদানি গ্রুপের নামে এই সমস্ত খবরা-খবর ইচ্ছাকৃতভাবে রিপোর্টে আনা হচ্ছে।

সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে এই রিপোর্টে অনেক ভুল তথ্য দেওয়া হয়েছে। শেয়ার বাজারে আদানি গ্রুপ বিপুল ক্ষতির মুখে পড়েছে।

২৭শে জানুয়ারিতে শেয়ার বাজারের লিস্টে থাকা আমদানি গ্রুপের প্রায় ১০ টি কোম্পানির মূলধন কমেছে প্রায় ৪ লাখ কোটি টাকা। ২৪ শে জানুয়ারি আদানি গ্রুপের মার্কেট ক্যাপ ১৯ লক্ষ কোটি টাকা ছিল যা ২৭ শে জানুয়ারিতে কমে দাঁড়ায় ১৫ লাখ কোটি টাকা।