সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ফ্লাইটের টিকিট ফোনে থাকলে কি কো’নো সুবিধা হয়? প্রিন্ট না করলে কি কোনো সমস্যা হতে পারে?

ট্রেন বাসের মতোই এখন বিমানে যাত্রা করাও মুড়ি-মুরকির মতন হয়ে গিয়েছে। বিমানে যাত্রা করার ঝামেলা অনেকটাই কমে গিয়েছে কারণ মোবাইলেই চলে আসছে বিমানের টিকিট বোর্ডিং পাস। তবে মোবাইলে বোর্ডিং পাস রাখলে কোন বিপদ হয় না তো? বোর্ডিং পাস কিংবা টিকিটের প্রিন্ট আউট নিজের সঙ্গে রাখলে অনেকটাই সুরক্ষিত থাকা যায়।

বোর্ডিং পাসের প্রিন্ট আউট যদি রাখেন তবে সিট সংরক্ষণের ক্ষেত্রেও অনেকটাই সুবিধা পাওয়া যায়।। যেমন আপনি এবং আপনার সঙ্গী আলাদা জায়গায় বসার আসন পেয়েছেন যদি বোর্ডিং পাসের একটা প্রিন্ট আউট আপনাদের সঙ্গে থাকে তবে খুব সহজেই কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আপনারা একসাথে বলতে পারবেন।

ধরুন আপনার চেহারা একটু স্থুলোকায় তাই বিমানের সামনের সারির আসন পেলে আপনার জন্য মঙ্গল হয়। যদি দরদাম করে সামনে বসতে চান তবে কাজে আসবে বোর্ডিং পাসের প্রিন্ট আউট। যেহেতু মোবাইল একটি যন্ত্র তাই যেকোনো সময় এটি খারাপ হয়ে যেতে পারে।

আরো খবর: সইফ আলী নন, এই বিখ্যাত ক্রিকেটারের স্ত্রী হওয়ার কথা ছিল অমৃতার, কিন্তু শ’র্ত না মা’না’য় হয়নি বি’য়ে

যেমন ধরুন বিমানবন্দরে ঢোকা মাত্রই আপনার মোবাইলটি হঠাৎ সুইচ অফ হয়ে গেল কিংবা হাত থেকে জলের মধ্যে পড়ে গেল আর কিছুতেই অন হচ্ছে না। মোবাইলে টিকিট কিংবা বোর্ডিং পাস থাকলে তখন মাথায় হাত পড়বে আপনার। এক্ষেত্রে প্রিন্ট আউট করতে পারে মুশকিল আসান।

বিদেশের বিমানবন্দরে অনেক সময় ই টিকিট বা ই বোর্ডিং পাস গ্রহণযোগ্য হয় না।  বিদেশে ঘুরতে গেলে তাই বিপাকে পড়তে পারেন। হাতে প্রিন্ট আউট থাকলে বিমান কর্মীদেরকে চট করে দেখালে আপনার অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে।

এছাড়া মোবাইলে আমাদের আরও বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র থাকে সেখান থেকে বোর্ডিং পাস বা টিকিটের একটা প্রিন্ট আউট খুঁজে বের করতে কাল ঘাম ছুটে যেতে পারে।

নির্দিষ্ট বিমানের অ্যাপ ফোনে ডাউনলোড করা থাকলে সেখান থেকে টিকিট দেখানো সহজ হয় কিন্তু সমস্যায় পড়তে হয় যদি ফোনে নেটওয়ার্ক না থাকে। বিমানবন্দরে অনেক সময় মোবাইল বা ব্যাগ হারিয়ে যেতে পারে তাই অবশ্যই নিজের হাতে রেখে দিন বোর্ডিং পাস বা টিকিটের একটা প্রিন্ট আউট কপি।