সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ক’রো’না’য় বেসামাল মুম্বই, গত এক মাসেই রে’ক’র্ড সংক্রমণ!

মুম্বাইতে করোনা সংক্রমণ ক্রমাগত বাড়ছে। বিগত কয়েক মাসে হু হু করে বেড়েছে সংক্রমণে। গত 17 ই মে থেকে মুম্বাইতে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে প্রায় 1000%! এমনটাই জানিয়েছেন বিশেষজ্ঞরা।

17 ই মে মুম্বাইতে দৈনিক সংক্রমনের সংখ্যা ছিল 158। সেদিন করোনা সংক্রমিতের মোট সংখ্যা ছিল 932। তারপর থেকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। 11 ই জুন শনিবার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 10047 জন। 998 শতাংশ বৃদ্ধি পেয়েছে এই সংক্রমণ।

এই হিসেব কার্যত গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ। 17 ই মের পর থেকে মুম্বাইতে 17 হাজার মানুষ করোনা সংক্রমিত হয়েছেন বলে জানা গিয়েছে। শনিবার শহরে সংক্রমিত সংখ্যা ছিল দ্বিগুণ।

আরো পড়ুন: কাশ্মীরে সেনার তা’ন্ড’ব, এখনো পর্যন্ত ৩০ পাকিস্তানি ও শতাধিক জ’ঙ্গি’কে খ’ত’ম করেছে ইন্ডিয়ান আর্মি

মুম্বাইতে করোনা আক্রান্তের সংখ্যা যদি এখনই না কমে তাহলে 561 দিনের মধ্যে দ্বিগুণ হয়ে দাঁড়াবে। গোটা মহারাষ্ট্রের মোট দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা 60 শতাংশ।

এদিকে মহামারী আবার নতুনভাবে ছড়িয়ে পড়ার ইংগিত পাওয়ার পর থেকেই সরকার এবং বৃহন্মুম্বাই পৌরসভা তৎপর হয়েছে। সমস্ত হাসপাতাল এবং ল্যাবরেটরীতে যুদ্ধকালীন তৎপরতায় পরিকাঠামো প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে।

টিকাকরণের হার বাড়ানো হয়েছে। মুম্বাইতে নিম্ন আয়ের সম্পন্ন ব্যক্তিদের এলাকাগুলিতে ঘনঘন স্যানিটাইজেশনের প্রক্রিয়া চলছে। মাস্ক পরে শারীরিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে জনগণকে সচেতন করা হচ্ছে।