সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

উত্তম কুমার সিনেমায় অভিনয় করার সময় কত টা’কা পা’রি’শ্র’মি’ক নিতেন?

বাঙালির আবেগের সঙ্গে যে নামটা জড়িয়ে রয়েছে তা হলো উত্তম কুমার। সময় চলে গেলেও উত্তম কুমার যেন আজও মানুষের মনের মধ্যে রয়ে গিয়েছেন। বাংলা সিনেমার ধারা যত পরিবর্তন হবে ততই উত্তম কুমারের গুরুত্ব আরো বাড়বে। মহানায়ক হয়ে উঠেছেন তিনি মানুষের কাছে।

প্রচুর পুরস্কার এবং সম্মাননা এসেছে তার ঝুলিতে। বর্তমানে একটা সিনেমা করার মানেই লাখ লাখ টাকা রোজগার করা। কিন্তু উত্তম কুমারের সময় কত পারিশ্রমিক ছিল ছবির? ছবির অন্যতম লিডিং এক্টর কত টাকা নিতেন একটা ছবির জন্য! বর্তমান সময়ে ছবির ধরন একেবারে বদলে গিয়েছে। শুটিং করতে এখন ছুটে যেতে হচ্ছে দেশ-বিদেশে রঙিন হয়েছে প্রেক্ষাপট।

অথচ মহানায়কের সময়ে এসব ছিল সাদা কালো। একটা সময় ইন্ডাস্ট্রি মানেই ছিল উত্তম কুমার। মৃত্যু হয়েছে ৪২ বছর। মহানায়ক সেই সময় একেকটি ছবি করবার জন্য পারিশ্রমিক নিতেন আড়াই থেকে তিন লক্ষ টাকা।

আরো খবর: “চোখের সামনে এসব দেখে আমি বি’র’ক্ত”, মোবাইল আবিস্কর্তার মু’খে এমন ক’থা শু’নে হতবাক সকলেই!

তখনকার সময়ে এটাই ছিল সর্বোচ্চ পারিশ্রমিক। সেই সময় তার চাহিদা এতই বেড়ে গিয়েছিল যে প্রযোজকরা তাকে ছাড়া কোন ছবিতে টাকা ঢালতে চাইতেন না। তিনি ছবি করবেন মানেই প্রযোজক টাকা দেবেন।

যদিও প্রথমদিকে এই উত্তম কুমারের বেশ কয়েকটি ছবি অসফল হয়েছিল। সেই সময় তাকে ছবিতে নেওয়া মানেই অপয়া বলে দাগীয়ে দিয়েছিলেন প্রযোজকরা।

তিনিই প্রথম মহানায়ক যিনি সিনেমার ম্যাটিনি আইডলের তকমা লাভ করেন। সেই সময় ৩ লাখ টাকা পারিশ্রমিক মানে এখন প্রায় তিন কোটি টাকা বা তারও বেশি। তাহলে বুঝতেই পারছেন মহানায়কের দর ছিল কতটা