সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ঘরোয়া টো’ট’কা, বুড়ো আঙুলে ফুঁ দিলেই অনেক রো’গ থেকে পে’তে পারেন মু’ক্তি!

রোগ ব্যাধি ছাড়া জীবন অসম্ভব। শরীরের যেকোনো জায়গায় ব্যথা হোক না কেন, তা আমাদের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। কোনদিন দেখলে মাথা ব্যাথা, আবার কোনদিন পায়ে ব্যথা। ছোটখাটো প্রয়োজনে ডাক্তারের কাছে যাওয়া সম্ভব হয়ে ওঠেনা সব সময়। আবার মহামারীর ভয়েতে আমরা সবসময় জর্জরিত হয়ে থাকি। তাই ভয় না পেয়ে কিছু টোটকা করলে আপনি ছোটখাটো শারীরিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারেন সহজেই।

গলায় অস্বস্তি: গলায় অসুস্থ হলে আঙ্গুল দিয়ে কানের পেছনে হালকা করে ঘষুন। এর ফলে কানের পেছনে নার্ভ সক্রিয় হয়ে যায়। গলায় আরাম পাওয়া যায়।

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ: এটি প্রায় কম বেশী সকলেরই হয়। এমন হলে বুড়ো আঙুলে ফু দিন।এমন করলে আঙ্গুলের আশেপাশে স্বাভাবিক বায়ু চলাচল ব্যাহত হয়। এতে ভেগাস নার্ভ সক্রিয় হয়ে ওঠে, যা রক্তচাপ কমাতে সাহায্য করে।

নাক দিয়ে রক্ত: রক্তচাপ কম বেশি হলে অনেক সময় নাক দিয়ে রক্ত বের হতে পারে। এমতাবস্থায় হাতের কাছে ডাক্তার অথবা ওষুধ না পাওয়া গেলে মারির চাপ প্রয়োগ করতে পারেন। মাড়ির চাপ প্রয়োগ করলে নাকি শিরায় রক্ত চলাচল বন্ধ হয় ফলে রক্তচাপ কমে যায়।

ওষুধ: ওষুধ খেতে যদি সমস্যা হয় তাহলে মাথা নিচু করে ওষুধ খান। এইভাবে ওষুধ খেলে গলায় ওষুধ আটকে যাবে না।

মুড: মুড ভালো করতে এই উপায় চেষ্টা করে দেখতে পারেন। দাঁতের পাশে একটি পেন্সিল ধরে রাখুন কিছুক্ষণ। কিভাবে পেন্সিল মুখের মধ্যে ধরে থাকলে স্মাইল পেশী সক্রিয় হয়ে ওঠে।

হাতের জড়তা: অনেকক্ষণ একভাবে থাকলে কাঁধে জড়তা আসে। কাধের নার্ভের উপর চাপ পড়ার কারণে এটা হয়ে থাকে এমত অবস্থায় সোজা হয়ে বসে বা দাঁড়িয়ে ঘাড় কিছুক্ষণ নাড়াচাড়া করলে আরাম পাওয়া যায়।

ফোস্কা: পুড়ে যাওয়া ত্বক দ্রুত স্বাভাবিক করার জন্য পোড়া অংশের ওপর হালকা চাপ দিন মাঝেমাঝে। এতে ওই অংশে রক্ত চলাচল বাড়ে ফলে ফোসকা পড়ে না।

মাথা যন্ত্রণা: প্রচন্ড মাথা যন্ত্রণা যদি কষ্ট পান তাহলে ঠান্ডা জলে কিছুক্ষণ হাত ডুবিয়ে রেখে দিন। হাতে প্রচুর নার্ভ থাকে যা সরাসরি মস্তিষ্কের সাথে যুক্ত থাকে। এর ফলে মাথা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়।

দাঁতের যন্ত্রণা: দাঁতে যন্ত্রণা হলে এক টুকরো বরফ দাতে ধরে রাখলে যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়

শ্বাসকষ্ট: অনেক সময় ডায়াফ্রামের পেশী সংকোচন এর ফলে শ্বাসকষ্ট হয়। এমতাবস্থায় দুই হাত উপরে তুলে স্ট্রেচিং করুন। শ্বাসকষ্ট নিরাময় হয়ে যাবে।